রাজশাহীসারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে শিশুকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন শীর্ষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে তথ্য-উপাত্ত ভিত্তিক শিশুকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রনয়ণ বিষয়ক দু’দিনের প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯’নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ইউনিসেফ,বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচী আয়োজন করে।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তাজকির-ইজ-জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগের প্রধান নাজিবুল্লাহ হামিম ও বিশেষ অতিথি হিসেবে ইউনিসেফের প্রোগাম স্পেশালিস্ট আনোয়ার হোসেন বক্তব্য দেন।

বক্তরা সুষ্পষ্ট তথ্য-উপাত্ত ভিত্তিক শিশুকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাজেট প্রনয়ণের মাধ্যমে এমডিজি অর্জনে শিশুদের জীবনমান উন্নয়নের উপর গুরুত্ব দেন। ইউনিসেফ কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জের শিশুদের পূষ্টি,স্বাস্থ্য,শিক্ষা ও সুরক্ষা কর্মসূচীতে ইউনিসেফের সহায়তা অব্যহত রাখার প্রতিশ্রতি দেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button