টপ স্টোরিজরাজনীতিরাজশাহীসারাবাংলা

জেল হত্যাকান্ডে জড়িত দের দ্রুত বিচারের দাবি ডা: অর্ণা জামানের

নিজস্ব প্রতিবেদক: ৩ রা নভেম্বর জেল হত্যাকান্ডে সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাবেক সহ-সভাপতি ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।

আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আই এইচ টি শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের আয়োজনে জাতীয় চার নেতার মাগফিরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

তিনি আরো বলেন, যারা স্বাধীনতার পক্ষে ছিল না রাজাকার এর সাথে জড়িত ছিল। আমরা বাঙালিরা কখনোই তা মেনে নিতে পারি না।

ডাঃ অর্ণা জামান বলেন, বাংলাদেশে যারা চায়নি, তারা একজনও যদি বেঁচে থাকে। তাদের বিচার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর ও যারা রাষ্ট্রদ্রোহী ছিল বিচার কার্য সম্পাদন করেছেন। ঠিক তেমন ভাবেই যারা জেল হত্যাকাণ্ড ঘটিয়ে ছিল। তারা দেশের ভিতরে বা দেশের বাইরে হোক না কেন দেশে এনে তাদের দ্রুত বিচারের দাবি জানান তিনি।

আই এইচ টি শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মিজানুর রহমান মিজান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাফিউল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বাহারুল আলম সাগর , সাধারণ সম্পাদক নাবিল হাসান , সহ-সভাপতি হাসনাইন মুত্ত্বাকী বিষ্ময়, শাওন হাসান, তালিব হাসান মুরাদ, মোমিনুক ইসলাম দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক, মৃদুল ইসলাম,সংগঠনিক সম্পাদক, সৌরভ শেখ, ফয়সাল আহমেদ, ইসমাইল হোসেন সজীব, মহিউদ্দিন মাহমুদ জয়, সাব্বির হোসেন বিশাল, রাবি শাখার সভাপতি স্বদেশ , সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, সহ-সভাপতি সৈকত ,সাংগঠনিক সম্পাদক সাঈদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমুদ দ্বীপ, সাংগঠনিক সম্পাদক সিরাজুম মুবিন সবুজ , ক্রীড়াবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বিপু, রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার ডন ও ওয়ার্ড থানা কলেজ পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button