সারাবাংলা

বিয়ের ৬ মাস পর ২য় স্ত্রীকে হত্যা করলো স্বামী

জনপদ ডেস্ক: নীলফামারীর ডিমলায় বিয়ের ৬ মাস পর তানজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় স্বামী ও তার ১ম স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ছাতনাই বালাপাড়া গ্রামের কালটু মামুদের পুত্র জিয়াউর রহমান (৪৫) ও তার স্ত্রী মিনা বেগম (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১ম স্ত্রী মিনা বেগম থাকার পরও ৬ মাস আগে জিয়াউর রহমান পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের নছির উদ্দিনের মেয়ে তালাকপ্রাপ্ত তানজিনা বেগমকে বিয়ে করে। বিয়ের পর সুকৌশলে পোস্ট অফিসে তানজিনার ৩ লাখ টাকা উত্তোলন করে তার স্বামী।

মঙ্গলবার বিকালে হত্যার পর রাড়িতে লাশ রেখে তানজিনার পরিবারের লোকজনকে সংবাদ দেয় যে ডায়রিয়ায় তানজিনা মৃত্যুবরণ করেছে। রাতে তানজিনার পিতা নছির উদ্দিন বাদী হয়ে জামাতা জিয়াউল রহমান ও তার স্ত্রী মিনা বেগমকে আসামি করে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রাতে লাশ উদ্ধার করে আসামিদের গ্রেফতার করে।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, হত্যা মামলা দায়ের পর আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। বুধবার সকালে নিহত তানজিনার লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button