রাজশাহীসারাবাংলাস্বাস্থ্য ও চিকিৎসা

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা রোগীদের অপারেশন ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে দু’দিনব্যাপী বিনামূল্যে ঠোঁঁট ও তালু কাটা রোগীদের অপারশেন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮’নভেম্বর) জেলা শহরের বেসরকারী ল্যাব ওয়ান মেডিক্যাল সার্ভিসেস এন্ড হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্প উদ্বোধন করেন সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঢামেক হাসপাতালের বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি ইউনিটের সাবেক প্রধান প্রফেসর সৈয়দ সামসুদ্দিন আহমেদ,নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড, মাযহারুল ইসলাম তরু,চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ অধ্যক্ষ আতিকুল ইসলাম ও আয়োজক প্রতিষ্ঠানের এমডি মাইনুল ইসলাম ডলার।

ক্যাম্পে চিকিৎসা প্রদান করছেন বিশেষঞ্জ চিকিৎসক সৈয়দ সামসুদ্দিন আহমেদ ও মলয় কুমার দাস। অনুষ্ঠানে জানানো হয়, এই ক্যাম্পে নিয়মিতভাবে জন্মগতভাবে ঠোঁট ও তালুকাটা দরিদ্র রোগী বিশেষ করে শিশুদের অপারেশন করা হচ্ছে। এ পর্যন্ত কয়েকশ শিশুর অপারেশন করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button