Breaking Newsটপ স্টোরিজসারাবাংলাসিলেট

সিলেটে বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন

জনপদ ডেস্ক: সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুমারগাঁও ১৩২/৩৩ কেভি সঞ্চালন গ্রিড উপকেন্দ্রে এ আগুন লাগে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো সিলেট।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জানা গেছে, হঠাৎ একটা আওয়াজ শুনে তারা দেখতে পান আগুনের শিখা। এর পরেই আগুন বৃদ্ধি পেতে থাকে। তবে আগুন লাগার স্পষ্ট কোনো কারণ তারা জানাতে পারেননি।

আগুনে ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।

কুমারগাঁও পাওয়ার গ্রিডের কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।

এখানে ৮ থেকে ১০টি ট্রান্সফরমার রয়েছে। ট্রান্সফরমারের পাশাপাশি অনেক কিছুই পুড়ে গেছে। এটি ৩৩ কেভির বিদ্যুৎকেন্দ্র।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button