সারাবাংলাসিলেট

শাহজালাল (রহ.) মাজারে ভুয়া নারী পুলিশ আটক

জনপদ ডেস্ক: সিলেট নগরীর হজরত শাহজালাল (রহ.) মাজার থেকে হালিমা বেগম (২৫) নামে এক ভুয়া নারী পুলিশ সদস্যকে আটকের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রতারণায় মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। রোববার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে শাহজালাল (রহ.) মাজারের প্রধান গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হালিমা বেগম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিমুলতলা গ্রামের বাসিন্দা আবদুল জলিল ওরফে জিলালের মেয়ে।

কোতোয়ালি মডেল থানার এসআই মো. আবদুল বাতেন ভূঁইয়া জানান, রোববার রাতে শাহজালাল (রহ.) মাজারের প্রধান গেটের সামনে টহল পুলিশ এক নারীকে পুলিশের ইউনিফর্ম পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।

তিনি জানান, আটককৃত হালিমা বেগমের গ্রামের বাড়িতে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এ জন্য তিনি গত শনিবার পুলিশের ইউনিফর্ম পরে গ্রামে যান। সেখান থেকে রোববার সকালে পুলিশের ইউনিফর্ম পরে তিনি হজরত শাহজালাল (রহ.) মাজারে আসেন।

তিনি আরও জানান, অসৎ উদ্দেশ্যে কোনও সুবিধা লাভের আশায় পুলিশের ইউনিফর্ম পরেছিলেন ওই নারী। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button