খেলাধুলাফুটবল

বিগ ম্যাচে মুখোমুখি লিভারপুল-ম্যানচেস্টার

ক্রীড়া ডেস্ক: সুপার সানডের বিগ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে ম্যাচটি শুরু হবে রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে আতিথ্য দেবে ওয়েস্টব্রমউইচ অ্যালবিয়ন। এই ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়।

ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডে মানেই রোমাঞ্চে ভরপুর একদিন। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ও গেলোবারের রানার্সআপ ম্যানচেস্টার সিটির জমজমাট লড়াই, বরাবরই ভিন্নমাত্রা যোগ করে ইংলিশ ফুটবল অঙ্গনে। যদিও করোনার কারণে, স্টেডিয়ামে বসে দুই জায়ান্টের দ্বৈরথের আমেজটা মিস করবে সমর্থকরা। আপাতত টিভি সেটের সামনে অপেক্ষার প্রহর গুনছে বিশ্বের অগণিত ফুটবল ভক্ত।

সময়টা দারুণ যাচ্ছে লিভারপুলের। সর্বশেষ ৫ ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে অলরেড শিবির। চ্যাম্পিয়নস লিগের গেলো ম্যাচে আটালান্টাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে লিভারপুল। আর ইপিএলে ব্যাক টু ব্যাক জয় পাওয়ায় অনেকটাই নির্ভার বর্তমান চ্যাম্পিয়নরা।

এবার টেবিলের শীর্ষে উঠার লড়াইয়ে অলরেডদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে লিভারপুল। আর এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে দশে ম্যানচেস্টার সিটি। তবে সাম্প্রতিক পারফরম্যান্স আর পরিসংখ্যান, সবমিলিয়ে সিটিজেনদের চেয়ে বেশ এগিয়ে অলরেডরা। দু’দলের ১৬৮ বারের দেখায় লিভারপুলের ৮০ জয়ের বিপরীতে ম্যানসিটির জয় ৪৬টি।

বিগ ম্যাচ তাই কৌশলে কিছুটা পরিবর্তনের আভাস ক্লপের। ৪-২-৩-১ ফরমেশনে ছক এঁকেছেন লিভারপুল কোচ। দারুণ ছন্দে থাকায় কোচের আস্থার প্রতিদান দিতে শতভাগ প্রস্তুত হেন্ডারসন-সালাহ-ফিরমিনো-সাদিও মানেরা।

এদিকে, ম্যানচেস্টার সিটিও সম্প্রতি দারুণ খেলছে। সর্বশেষ ৫ ম্যাচের চারটিতে জয় পায় গার্দিওলার শিষ্যরা। এতিহাদে গত জুলাইয়ে সর্বশেষ দেখায় লিভারপুলের বিপক্ষে জয়টা বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে ম্যানসিটি শিবিরে।

ইনজুরিতে থাকা সার্জিও আগুয়েরোর সার্ভিস মিস করবে সিটিজেনরা। তবে একাদশে ফিরছেন জেসুস। সেই সাথে ডি ব্রুইনা-মাহরেজ-রাহিম স্টার্লিংয়ের ওপর পূর্ণ আস্থা রয়েছে কোচ গার্দিওলার।

আরেক ম্যাচে টটেনহ্যাম হটসপারকে আতিথ্য দেবে ওয়েস্টব্রম উইচ। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে টটেনহ্যাম। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তলানীতে ওয়েস্ট ব্রম উইচ।

পরিসংখ্যান বলছে, দুদলের ১১৬ বারের মুখোমুখিতে স্পারদের ৪৪ জয়ের বিপরীতে ৪২ জয় পায় স্বাগতিকরা। টটেনহ্যাম শিবিরে নেই কোন ইনজুরি। ফর্মে থাকা সন-হ্যারি কেইনদের ওপর ভরসা রাখছেন হোসে মারিনিয়ো।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button