খেলাধুলাফুটবল

লা লিগায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া

ক্রীড়া ডেস্ক: লা লিগায় মাঠে নামবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। জিদানের দলের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। এডার মিলিতাওয়ের পর করোনা আক্রান্ত হয়েছেন এডেন হ্যাজার্ড এবং ক্যাসেমিরো। দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের না পেলেও রিয়াল কোচ আশাবাদী জয়ের ব্যাপারে।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার (০৮ নভেম্বর) রাত ২টায়। অন্যদিকে ইপিএলে রাত সোয়া একটায় আর্সেনাল খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে।

মাঠের ফলাফলে স্বস্তি ফিরেছে। কিন্তু মাঠের বাইরের ঘটনা আবারো চিন্তায় ফেলে দিয়েছে রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদানকে। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে জয়ের পরেই মাদ্রিদিস্তানরা পেয়েছে দুঃসংবাদ। এডার মিলিতাওয়ের পর এবার করোনা আক্রান্ত হয়েছেন গুরুত্বপূর্ণ দুই ফুটবলার এডেন হ্যাজার্ড ও ক্যাসেমিরো।

তবে প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া বলে কিছুটা নির্ভার থাকতেই পারে রিয়াল সমর্থকরা। লা লিগার ৬ বারের চ্যাম্পিয়ন ক্লাবটির সাম্প্রতিক ফর্মটা মোটেও ভালো যাচ্ছে না।

যদিও প্রতিপক্ষ নিয়ে নয়, বরং নিজ দল আর পরিকল্পনা নিয়েই ব্যস্ত জিদান। হ্যাজার্ড-ক্যাসেমিরো না থাকায় একাদশে ফিরবেন লুকা মড্রিচ আর ভিনিসিয়ুস। নাচো-দানি কারভাহালরাও চোটের কারণে দলের বাইরে। তবে অধিনায়ক সার্জিও রামোস ফিরে আসাই যেন সাহস বাড়িয়েছে জিদানের। তাই তো ম্যাচের আগে দলের মনোবল বাড়াতেই কিনা দলের অধিনায়ককে কোচ দিলেন সর্বকালের সেরার তকমা।

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেন, আপনাদের কাছে সে সেরাদের একজন হতে পারে। সবার নিজস্ব মত আছে। তবে রামোস তার দীর্ঘ ক্যারিয়ারে এই ক্লাবের জন্য যা করেছে তা অসাধারণ। আমার কাছে সে ইতিহাসের সেরা সর্বকালের সেরা ডিফেন্ডার।

দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভ্যালেন্সিয়া। ক্লাবে চলছে অস্থিরতা। চলতি মৌসুমে ৮ ম্যাচে তাদের জয় মাত্র ২টিতে। রিয়ালের বিপক্ষেও শেষ ৬ ম্যাচে মাত্র ১টি জয় তাদের। তাই নিজেদের মাঠে খেলা হলেও, কঠিন পরীক্ষাই দিতে হবে ভ্যালেন্সিয়াকে।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। দু’দলের সবশেষ দেখায় অ্যাস্টন ভিলা জয় পেলেও তার আগের টানা ৯টি ম্যাচে আর্সেনালের বিপক্ষে জয়হীন ভিলা। অবামেয়াং, লাকাজেত, পার্টিদের সাম্প্রতিক ফর্ম কোচ আর্টেটাকে দিবে আত্মবিশ্বাস। সব আসর মিলে টানা তিন ম্যাচে জয় পাওয়া গানারদের লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখার।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button