খেলাধুলা

এবার করোনার শিকার হ্যাজার্ড ও ক্যাসেমিরো

জনপদ ডেস্ক: সপ্তাহ শুরুর আগে আবারও অশনিসংকেত রিয়াল মাদ্রিদ শিবিরে। এবার করোনায় আক্রান্ত হলেন ক্লাবটির সেরা একাদশের ২ জন ফুটবলার। তারা হলেন, ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরো এবং বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড।

শনিবার (০৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। যদিও, জিদান বাহিনীর বাকি সব সদস্য এবং কোচিং স্টাফরা করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

লা লিগার ম্যাচে রোববার ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে মাদ্রিদিস্তারা। দলের সেরা দুই তারকাকে ছাড়াই নামতে হবে তাদেরকে।

এর আগে গেল সপ্তাহে রিয়াল তারকা এদের মিলিতাও করোনা আক্রান্ত হন। আজ (শনিবার) ক্লাবের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, রিয়াল মাদ্রিদ নিশ্চিত করছে যে, আমাদের ২জন ফুটবলার ক্যাসেমিরো এবং হ্যাজার্ড কোভিড নাইন্টিন পজিটিভ শনাক্ত হয়েছেন। গতকাল শুক্রবার (০৬ নভেম্বর) টেস্ট করা হয় এবং আজ রিপোর্ট আসে তাদের। তবে টিমের অন্য সব ফুটবলার, কোচিং স্টাফ এবং ক্লাবের অন্য সব কর্মকর্তা-কর্মচারী যারা ফুটবলারদের সঙ্গে জড়িত, তারা সবাই করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

গত সপ্তাহে করোনা পজিটিভ হওয়া মিলিতাওয়ের সঙ্গে কোয়ারেন্টিনে থাকবেন ক্যাসেমিরো এবং হ্যাজার্ড।

সেরা একাদশের এই ৩ ফুটবলার ছাড়াও, রিয়াল মাদ্রিদ পাচ্ছেনা ইনজুরি আক্রান্ত দানি কারভাহাল, নাচো ও আলভারোকে। এভাবে একের পর এক করোনার আগ্রাসনে ক্লাবটি বেশ বিপদের মুখেই পড়তে যাচ্ছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button