খেলাধুলা

কঠিন সময়ে পাশে থাকার প্রতিদান দিতে চাই: সাকিব

জনপদ ডেস্ক: ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে অবহিত না করার অপরাধে এক বছরের নিষেধাজ্ঞার কঠিন সময়ে পাশে থাকায় ভক্ত ও সমর্থকদের প্রতিদান দিতে চান ক্রিকেট তারকা সাকিব আল হাসান।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

তিন দফা ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা আইসিসির দুর্নীতি দমন বিভাগকে অবহিত না করার অপরাধে এক বছরের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছে চ্যাম্পিয়ন অলরাউন্ডারকে। গত অক্টোবরে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন তিনি। ২৯ অক্টোবর নিষেধাজ্ঞামুক্ত হন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অনুমতি পাওয়ার পর গতরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। রাত দুইটার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাকিব। বিমানবন্দরে সাকিবকে স্বাগত জানাতে তার ভক্ত-সমর্থকরা জড়ো হন। বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি গণমাধ্যমে কথাও বলেন।

দেশে ফেরার পর সাকিব জানান, ‘কঠিন সময়ে সবাই পাশে ছিলেন। তিনি এর প্রতিদান দিতে চান।’

এদিকে আইসিসি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে এক নম্বরেই থাকার সুখবর পেয়েছেন দেশ সেরা এই ক্রিকেটার।

দেশে ফেরার পর সাকিব বঙ্গবন্ধু টি-২০ কাপ খেলায় অংশ নেবেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button