অপরাধরাজশাহীসারাবাংলা

মৎস দপ্তরের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা-মহানন্দা নদীতে মোবাইল কোর্ট নিয়ে অভিযান চালিয়েছে মৎস দপ্তর। বুধবার (২১’অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বালিয়াঘাট্টা ঘাট হতে সুলতানগঞ্জ ঘাট পর্যন্ত দুই নদীতে অভিযান চালানো হয়। অভিযানে ৩ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার মিটার দৈর্ঘ্যর ৩৫টি কারেন্ট জাল জব্দ হয়। অভিযান শেষে জালগুলো সুলতানগঞ্জ ঘাটে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মাসুদ রানা জানান, অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার দায়ে একজন জেলেকে ৫শত টাকা অর্থদন্ড প্রদান করেন মোবাইল কোর্টের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আনিসুর রহমান।

এ দিকে বুধবার জেলার শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর বহলাবাড়ি ঘাট,চকের ঘাট ও ঘোড়াপাখিয়া ঘাটে অভিযান চালিয়ে ৮ কেজি ইলিশ জব্দ হয়। উপজেলা মৎস অফিস সূত্র জানায়, জব্দ ইলিশ উপজেলার দুটি মাদ্রাসায় বিতরণ করা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button