অর্থনীতি-ব্যবসাটপ স্টোরিজরাজশাহীসারাবাংলা

রাজশাহীতে আলুর দাম বেশী নেওয়ায় জরিমানা, ব্যবসায়ীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলা আলুর দাম বেশী নেওয়ায় তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার দুপুরে সিংগা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বিক্ষোভ করে এবং  আলু বিক্রি না করার সিদ্ধান্ত নেয়।

পরে ব্যবসায়ী নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী জানান, ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করছেন এমন সংবাদ পেয়ে উপজেলা সদরের সিংগা বাজারে অভিযান পরিচালনা করে আলু ব্যবসায়ী আবু হেনা, হেলাল ও আশরাফুলের প্রত্যেকের ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া প্রত্যেক ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মুল্যে অর্থাৎ ৩৫ টাকা কেজি দরে সবাইকে আলু বিক্রি করতে বলা হয়েছে।

ব্যবসায়ী নেতারা বলেন, পাইকারি বাজারে আলুর প্রতি কেজি মূল্য ৪০ থেকে ৪৫ টাকা। এজন্য তাদের ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে আলু বিক্রি করতে হচ্ছে। এখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি করলে তাদের ব্যাপক লোকসান গুনতে হবে। সরকার খুচরা বাজারে আলুর দাম পূনর্বিবেচনা না করা পর্যন্ত আলু বিক্রি বন্ধ রাখবেন বলে জানান ব্যবসায়ীরা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button