টপ স্টোরিজরাজশাহীসারাবাংলা

একদিনে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ৩০ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ বুধবার (১৪ অক্টোবর) আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০৬ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০২ জন ও কাশিয়াডাঙ্গা থানা-০২ জনকে আটক করে।

যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এতে আরও বলা হয়, বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোতাকাব্বির হোসেন (২০)কে ০৫ কেজি গাঁজা সহ আটক করে, (২) সালাউদ্দিন জনি (৩২)কে ৯ গ্রাম হেরোইন সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) আতিক (২৩)কে ২১ গ্রাম হেরোইন সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) হাবিবুর রহমান হাবিব (২৭)কে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) রাজু আহম্মেদ রনি (২৪), (২) শিবলু রহমান (২৫)দ্বয়কে ১০০ বোতল ফেন্সিডিল সহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ (১) নুরুন নাহার (৫০)কে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মানিক(৩৫)কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button