অর্থনীতি-ব্যবসাআন্তর্জাতিক

আইফেল টাওয়ারের কাছে প্রাসাদ কিনছেন মরক্কোর বাদশা

জনপদ ডেস্কঃ ভবনটির বর্তমান মালিক সৌদি আরবের রাজ পরিবার। ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের কাছে প্রাসাদতুল্য ভবনটির অবস্থান। এর বর্তমানে ভিত্তি মূল্য ৯ কোটি ৪০ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৮শ’ কোটি টাকা। এই ভবনটি এবার কিনে নিচ্ছেন মরক্কোর বাদশা ৬ষ্ঠ মোহাম্মদ। তিনি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বাদশা হিসেবে পরিচিত। খবর বিবিসি’র।

প্রাসাদটিতে ১২টি শোয়ার ঘর, একটি সুইমিং পুল, খেলার ঘর, ব্যক্তিগত বাগান ও ব্যক্তিগত পার্কিং সুবিধা রয়েছে। মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সম্পদের তুলনায় ১০ গুণ বেশি।

করোনাভাইরাস মহামারিতে মরক্কোর অর্থনীতি ৬ শতাংশ সংকুচিত হয়েছে। এবছরের আগস্টে যখন বিশ্ব করোনায় জর্জরিত তখন অর্থনীতি পুনরুদ্ধারে ৩ হাজার ২শ’ কোটি মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করেন এ বাদশা। এমন পরিস্থিতিতে দেশটিতে বেকারত্বসহ নানা খাতে অস্থিরতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতেই দেশের বাইরে প্রাসাদ কিনেছেন তিনি।

২০১১ সালের আরব বসন্তের পর মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ বেশ কিছু সংস্কার কর্মসূচির কথা ঘোষণা করেন। নতুন সংবিধান হয়, পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ানো হয়। মরক্কোর বাদশাহকে মানুষ দেখেন রাজনীতির ঊর্ধ্বে। মরক্কোর সেনাবাহিনীও রাজার প্রতি অনুগত।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button