অর্থনীতিঅর্থনীতি-ব্যবসা

ডিএসই’র শেয়ারহোল্ডার নতুন পরিচালক সিদ্দিকুর রহমান

জনপদ ডেস্কঃ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন শেয়ারহোল্ডার পরিচালক হিসাবে মনোনীত হয়েছেন স্টার্লিং স্টকস এন্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান।

ডিএসইতে শেয়ারধারী চার পরিচালকের মধ্যে মিনহাজ মান্নান ইমনের পদ শূন্য হওয়ায় সেই পদে মনোনীত হলেন এই ব্যবসায়ী নেতা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালকের একটি পদ শূন্য হওয়ায় কোম্পানিজ আইন ১৯৯৪ এর ৯১(১)(গ)এবং ডিএসই আর্টিকেলস্ অব এসোসিয়েশন এর আর্টিকেল ১৬৩ অনুযায়ী পরিচালনা পর্ষদ সভায় তিনি সর্বসম্মতিক্রমে ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে মনোনিত হন।

সিদ্দিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক। এছাড়াও তিনি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ভাইস প্রেসিডেন্ট।

তিনি বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এর সাবেক সভাপতি৷ বিজিএমই’র সভাপতি হওয়ার আগে তিনি বিজিএমইএ’র ২০১০-২০১১ মেয়াদে সহ সভাপতি (অর্থ) এবং ২০১২-২০১৩ মেয়াদে দ্বিতীয় সহ সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button