ক্যাম্পাসরাজশাহীসারাবাংলাস্বাস্থ্য ও চিকিৎসা

রামেবি এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

রামেবি প্রতিনিধি: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি মহাবিদ্যালয়ের মাঠের আদিবাসি, প্রতিবন্ধি ও বয়স্কদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব। কম্বল বিতরণকালে উপাচার্য বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সেবা করা সবার দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের জন্য নিবেদিত প্রাণ।

তিনি আরো বলেন, সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ জায়গা থেকে সহায়তার হাত বাড়াতে হবে। এর ফলে যেমন অসহায় মানুষগুলোর উপকার হয়, তেমনি সৃষ্টিকর্তাও খুশি হোন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামেবি রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের,পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যাপক এসএমএ হুরাইরা, মো. নাজমুল ইসলাম সরকার, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার, ইসমাঈল হোসেন লিয়াজোঁ ও প্রটোকল অফিসার, গোলাম রহমান, কবির, সানি, রাইনসহ রামেবির অনান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button