Breaking Newsজাতীয়

মারমুখী অবস্থানে থাকলে পুলিশ আহত হত না: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপদ ডেস্ক:

নয়াপল্টনে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ মারমুখী অবস্থানে ছিল না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার মতে, সংঘর্ষের সময় পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘পুলিশের এপিসি ভ্যানে আগুন লাগানোর প্রচেষ্টা চলেছে। পুলিশ কিন্তু এগুলি রক্ষা করার জন্য যতখানি প্রয়োজন ততখানিই তাদেরকে সরিয়ে দেয়ার জন্য যা প্রয়োজন তাই করেছে। পুলিশের মারমুখী আচরণ ছিল না পুলিশের মধ্যে। মারমুখী আচরণ থাকলে এই ১৬ জন পুলিশ আহত হত না। পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করেছে এবং আহত হয়েছে।’

নির্বাচনকে সামনে রেখে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ। তাদের অনেক সক্ষমতা রয়েছে। কাজেই আমি মনে করি, সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা তৈরি আছে।’

পল্টনের ঘটনায় ব্যবস্থা নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, এগুলির সবই ভিডিও ফুটেজ রয়েছে। যারা অগ্নি সংযোগ করেছে, তারা যে অপরাধ করেছে আইনানুযায়ী তাদের বিচার অবশ্যই হবে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপের সময় রাজনৈতিক মামলার একটি তালিকা দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই তালিকায় প্রকৃত রাজবন্দীদের বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ কোন রাজনৈতিক মামলা, উদ্দেশ্যমূলকভাবে কোন মামলা নেয়নি।

তারা যে লিস্টটা দিয়েছে সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। তারমধ্যে যদি কোন মামলায় কোনোরকম ত্রুটি থাকে সেগুলোর ব্যবস্থা আমরা নেবো।’
এর আগে দুপুর ১টা ২০ মিনিটের দিকে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থানরত পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিএনপি নেতাকর্মীরা। এসময় তারা পুলিশের অন্য আরেকটি গাড়িতে ব্যাপক ভাঙচুর করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এদিকে, বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়িসহ প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করেছে। নয়াপল্টনে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। রণক্ষেত্রে পরিণত হয় গোটা নয়াপল্টন এলাকা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button