অর্থনীতি-ব্যবসারাজশাহীসারাবাংলা

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বিকেলে দেশে আসতে পারে পেঁয়াজ

জনপদ ডেস্ক: গত সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেওয়ার আগে বাংলাদেশি আমদানিকারকদের দেওয়া অর্ডারের পেঁয়াজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে আসতে পারে।

পেঁয়াজ আমদানিকারক মেসার্স খাদিজা এন্টারপ্রাইজের মালিক আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে সোনামসজিদ জিরো পয়েন্টে উভয় দেশের ব্যবসায়ীদের মতবিনিময় শেষে আগের চালানের আটকে পড়া শত ট্রাক পেঁয়াজ বাংলাদেশে ঢুকবে।

এদিকে ভারতের মাহাদীপুর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভূপতি মণ্ডল জানান, মাহাদীপুর বন্দরে আটকে পড়া পেঁয়াজের ট্রাকগুলো সোমবার সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়ার পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবার ওই ট্রাকগুলো সীমান্তে অবস্থান করছে। বর্তমানে সোনামসজিদ বন্দরে ঢোকার অপেক্ষায় মাহাদীপুর বন্দরে দাঁড়িয়ে রয়েছে পেঁয়াজ ভর্তি একশ’ ট্রাক।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button