জনপদ ডেস্ক

এলো স্যামসাংয়ের নতুন প্রসেসর

টেক নিউজ ডেস্ক  : নতুন প্রসেসর উন্মোচন করেছে দক্ষিণ কোরীয় জায়ান্ট স্যামসাং। এক্সিনোস ৯৮২০ নামে নতুন প্রসেসরটি পূর্বের ৯৮১০ সংস্করণ থেকে ৪০ শতাংশ বেশি শক্তিশালী।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী বছর বাজারে আসার অপেক্ষায় থাকা গ‍্যালাক্সি এস১০ ফ্ল্যাগশিপে প্রসেসরটি ব‍্যবহার করা হবে।

প্রসেসরটির প্রধান আকর্ষণ এতে থাকা নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) প্রযুক্তি। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সব কাজ এই এনপিইউ এর মাধ্যমে হবে। ফলে আরও দ্রুত আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রসেস করতে পারবে চিপসেটটি। যা গ‍্যালাক্সি এস ৯ ও নোট ৯ এ ব‍্যবহৃত প্রসেসরের চেয়ে ৭ শতাংশ দ্রুত কাজ করবে।

প্রসেসরটিতে রয়েছে দুটি এআরএম কর্টেক্স এ৭৫ কোর এবং চারটি এআরএম কর্টেক্স এ৫৫ কোর। এলটিই কানেক্টিভিটি সুবিধা রয়েছে এই চিপে। এতে সর্বোচ্চ ২ জিবিপিএস স্পিডে ডাউনলোড ও ৩১৬ এমবিপিএসে স্পিডে আপলোডের সুবিধা মিলবে।

প্রসেসরটি ফোনের সমানে ও পেছনে ২২ মেগাপিক্সেল ক‍্যামেরা ব‍্যবহারের সুবিধা দেবে। ক‍্যামেরা দিয়ে ৩০ এফপিএসে ৮কে ও ১৫০ এফপিএসে ফোরকে ভিডিও রেকর্ড করা যাবে। গেইমিং সুবিধা দিতে মিলবে মালি জি৭৬ জিপিইউ।

ধারণা করা হচ্ছে, গ‍্যালাক্সি এস১০ ছাড়াও নোট সিরিজের পরবর্তী ডিভাইসে ব‍্যবহার করা হবে প্রসেসরটি।

জিএসএমএরিনা অবলম্বনে

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button