রাজনীতি

সরকারের হুকুমে চলছে ইসি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের যত তরবারি রাখা দরকার, নির্বাচন কমিশন তা জারি করেছে। সরকারের হুকুমে চলছে ইসি। মিডিয়া ওয়াচের নামে সরকারি সংস্থা প্রতিনিয়ত কন্ট্রোল করছে। নির্বাচনের ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছে না।

বুধবার (১৪ নভেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তফসিল ঘোষণার পর জনগণের ট্যাক্সের টাকায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রচারণা চালানো আচরণবিধি লঙ্ঘন মন্তব্য করে রিজভী বলেন, বিএনপি কার্যালয়ে জনগণের উপস্থিতি দেখে সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিচলিত হয়ে পড়েছে। তাই দলের কার্যালয়ের সামনে মানুষের ভিড়কে বলা হচ্ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন ও দলীয় কার্যালয় অঙ্গাঙ্গীভাবে জড়িত।

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ যখন মনোনয়ন পরিপত্র জারি করে, তখন দলীয় কর্মীদের ভিড় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় না। প্রধান নির্বাচন কমিশনারের পেছনে নির্বাহী বিভাগের বন্দুক তাক করা থাকে, তাই আজ্ঞাবহ হয়ে কাজ করছে।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button