আন্তর্জাতিকটপ স্টোরিজ

ইরান সফরে আইএইএপ্রধান রাফায়েল গ্রোসি

জনপদ ডেস্ক: দুদিনের সফরে তেহরান পৌঁছেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

ইরানের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার উদ্দেশ্যে তার সংস্থার একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে সোমবার তিনি তেহরানে পৌঁছেছেন। খবর সিনহুয়া ও টাইমস অব ইসরাইলের।

একটি বিশেষ ফ্লাইটে সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রাফায়েল গ্রোসি তেহরানে পৌঁছান। আর্জেন্টিনার এ কূটনীতিক এই প্রথম আইএইএর মহাপরিচালক হিসেবে ইরান সফরে এলেন।

আইএইএর সঙ্গে ইরানের সেফ গার্ডস সংক্রান্ত চুক্তির বিষয়ে কিছু প্রশ্নের উত্তর পেতে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জাতিসংঘের পরমাণু তদারকিবিষয়ক এ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

রাফায়েল গ্রোসি ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করবেন।

এর আগে আইএইএতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি রোববার জানিয়েছিলেন, বিগত মাসগুলোতে আইএইএর প্রতি ইরানের আস্থায় ফাটল ধরেছে এবং সংস্থাটির মহাপরিচালক তার এ সফরে সে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবেন।

ইরানের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে গরিবাবাদি বলেন, বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে ইরান তৃতীয় কোনো পক্ষকে আইএইএর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ন্ত্রণ করতে দেবে না।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button