আইন ও আদালতসারাবাংলা

পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

জনপদ ডেস্ক: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৩ কিশোর খুন ও ১৫ জন আহতের ঘটনায় গ্রেফতার পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে তদন্ত কমিটি। বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আবেদন মঞ্জুর করেছেন।

কোর্ট পরিদর্শক মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, শিশু উন্নয়ন কেন্দ্রের গ্রেফতার পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুইটি তদন্ত কমিটি। যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল লাইছের নেতৃত্বাধীন কমিটি আগামী ২১, ২২ ও ২৩ আগস্টের যে কোনো একদিন এবং সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রতিষ্ঠান) যুগ্ম সচিব সৈয়দ মোহাম্মদ নুরুল বাসিরের নেতৃত্বাধীন কমিটি ২৪, ২৫ ও ২৬ আগস্টের যে কোনো একদিন ওই ৫ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে আদালত আদেশ দিয়েছেন।

কর্মকর্তারা হলেন- তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্যা আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলম, সাইকো সোস্যাল কাউন্সিলর মো. মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুক। তারা কারাগারে আছেন।

গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর ‘বন্দিদের’ অমানুষিক মারধর করা হলে তিন কিশোর নিহত ও ১৫ জন আহত হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button