আইন ও আদালতটপ স্টোরিজ

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

জনপদ ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে দায়ের হওয়া মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত বিকেলে এ আদেশ দেন বলে জানান বাদি পক্ষের আইনজীবী মিঠুন বিশ্বাস।

এর আগে বুধবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন বিপ্লব দে নামে এক ব্যক্তি।

মামলায় অভিযোগ আনা হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরী গত ৯ আগস্ট ঢাকার জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে বক্তব্যকালে সনাতম ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয় নিয়ে তথ্য বিকৃত করে বক্তব্য দিয়েছেন। এতে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।

অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস বলেন, গত ৯ আগস্ট ঢাকার জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে বক্তব্যকালে সনাতম ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয় নিয়ে তথ্য বিকৃত করে বক্তব্য দিয়েছেন। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। বিপ্লব দে বাদি হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে অভিযোগ জমা দিয়েছেন। আদালত অভিযোগ গ্রহণ করেছেন।

তিনি বলেন, আদালত মামলাটি গ্রহণ করে সিএমপির ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ১৯ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। ওই তারিখে মামলাটির তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button