আইন ও আদালতটপ স্টোরিজ

জিকে শামীমের চার দেহরক্ষীর জামিন প্রশ্নে রুল

জনপদ ডেস্কঃ ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের চার দেহরক্ষীকে কেন জামিন দেওয়া হবে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (১৯ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আসামি পক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার।

জামিন আবেদনকারী আসামিরা হলেন- মোহাম্মদ জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. শামশাদ হোসেন।

গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিকেতনে অভিযান চালিয়ে যুবলীগ নেতা শামীমসহ তার সাত দেহরক্ষীকে গ্রেফতার করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে অস্ত্র, অবৈধ সম্পদ, মনিলন্ডরিং ও মাদকের মামলা দায়ের করা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button