আন্তর্জাতিক

পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে হামাস-ইসরাইল

আন্তর্জাতিক:

আবারও পাল্টাপাল্টি রকেট ও বিমান হামলা চালিয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ইসরাইলি বাহিনীর হামলায় হামাসের দুই কমান্ডারসহ ৭ ফিলিস্তিনি নিহতের জবাবে সোমবার ইসরাইলি স্থাপনা লক্ষ্য করে প্রায় তিনশ’ রকেট ও মর্টার হামলা চালায় হামাসের সদস্যরা।

এরমধ্যে হামাসের ছোঁড়া ৬০টি রকেট ভূপাতিত করার দাবি করেছে ইসরাইল। জবাবে ফিলিস্তিনিদের লক্ষ্য করে পাল্টা বিমান হামলায় এখন পর্যন্ত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। পাল্টাপাল্টি হামলার জবাবে আরো কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে উভয় পক্ষ।

গাজার আকাশে থেমে থেমে গর্জে উঠছে একের পর এক মর্টার আর ক্ষেপনাস্ত্র। বোমার বিস্ফোরণে মাটিতে ধ্বংসস্তুপ আর আকাশে ধোয়ার কুন্ডলি। পাল্টাপাল্টি হামলায় হামাসের কমান্ডারসহ সাত ফিলিস্তিনি এবং এক ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত হওয়ার পর সোমবার ইসরাইল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস একে অপরকে লক্ষ্য করে এই রকেট ও বিমান হামলা চালায়।

ইসরাইলি বাহিনীর অব্যাহত সশস্ত্র হামলার জবাবে সোমবার ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও মর্টার হামলা চালায় হামাসের সদস্যরা। এ ছাড়া দক্ষিণালঞ্চলীয় শহরের আরো বেশ কয়েকটি সেনা স্থাপনা লক্ষ্য করেও মর্টার বোমা হামলা চালায় হামাস। একইসঙ্গে, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেয় সশস্ত্র গোষ্ঠীটি। প্রকাশ করে ইসরাইলি সেনাদের একটি বাসে ছোঁড়া ক্ষেপণাস্ত্র হামলার ছবি।

হামাস মুখপাত্র ফওজি বারহৌন বলেন, ‘আজকের এই ফলাফলের জন্য দখলার ইসরাইলই দায়ী। গাজায় অস্ত্রবিরতির জন্য আন্তর্জাতিক মহল যখন তৎপরতা চালিয়ে যাচ্ছে তখন তারা অন্যায়ভাবে গাজায় হামলা করছে। তাদের এই ধরনের বোকামি এবং সন্ত্রাসীকর্মকাণ্ডের জন্য অবশ্যই মূল্য দিতে হবে।’

অন্যদিকে হামাসের ছোঁড়া রকেটের জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামাস পরিচালিত আল-আকসা টেলিভিশনের একটি স্টুডিও গুড়িয়ে দেয় তারা। শক্তিশালী ওই বোমা হামলায় বেশকিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

হামাসের কোন ধরনের হামলাই বরদাশত করা হবে না উল্লেখ করে ফিলিস্তিনিদের বিষয়ে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা দফতর। তারা বলেন, ‘গত কয়েক ঘণ্টায় ইসরাইলকে লক্ষ্য করে গাজার হামাস সদস্যরা প্রায় তিনশ’ রকেট নিক্ষেপ করেছে। এরমধ্যে আমরা ৬০টি রকেট ভূপাতিত করেছি।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকগুলো রকেট ইসরাইলের সাধারণ মানুষের ঘরবাড়িতে আঘাত হেনেছে। এতে অনেকে আহত হয়েছেন। কিন্তু আমরা আর তা সহ্য করব না। ইসরাইলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আমরা যে কোন কিছু করতে প্রস্তুত। ইসরাইলের মানুষের ওপর আঘাতের মাধ্যমে হামাস গাজা শহরের ধ্বংস ডেকে আনছে।’

এর আগে, গাজার চলমান সহিংসতার বিষয়ে সিদ্ধান্ত নিতে পূর্ব নির্ধারিত প্যারিস সফর বাতিল করে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button