টপ স্টোরিজনির্বাচন

বগুড়া-১ ও যশোর-৬ আসনে ভোট ১৪ জুলাই

জনপদ ডেস্কঃ করোনা মহামারির মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে স্থগিত হওয়া বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জুলাই ২টি আসনেই ভোট হবে ব্যালট পেপারে।

শনিবার (০৪ জুলাই) বিকেলে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে বগুড়া-১ আসনের ১৮০ দিন পূর্ণ হবে ১৫ জুলাই। আর যশোর-৬ আসনের ১৮০ দিন মেয়াদ পূর্ণ হবে ১৮ জুলাই।

গত ১৮ জানুয়ারি সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান মৃত্যুবরণ করায় বগুড়া-১ আসনটি শূন্য ঘোষিত হয়। আর সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক মৃত্যুবরণ করায় যশোর-৬ আসনটি ২১ জানুয়ারি শূন্য হয়েছে। এরপর নির্বাচন কমিশন ২৯ মার্চ ভোটগ্রহণের তারিখ দিয়ে আসন দু’টিতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। কিন্তু ভোটগ্রহণের এক সপ্তাহ আগে করোনা মহামারির কারণে নির্বাচন স্থগিত করে ইসি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button