সারাবাংলাসিলেট

চাঁপাইনবাবগঞ্জের এমপি জেসীর পর স্বামী-মেয়েসহ তিনজন করোনায় আক্রান্ত

জনপদ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসীর পর এবার তার স্বামী ও মেয়েসহ পরিবারের তিনজন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২৫ জুন) সংসদ সদস্য জেসীর করোনা পজেটিভ রিপোর্ট আসলে পর দিন ঢাকায় ন্যাম ভবনের বাসার পরিবারের অন্য চার সদস্য সংসদ ভবনের নির্ধারিত মেডিকেল সেন্টারে নমুনা দেন। রোববার (২৮ জুন) রাতে তাদের রিপোর্টে জেসীর ছেলে ফেরদৌস ওয়াহেদ তৃপ্ত ছাড়া সবার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

আক্রান্তরা হলেন, জেসীর স্বামী মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সাইফুল ইসলাম, মেয়ে রংপুর মেডিকেল কলেজের শেষবর্ষের শিক্ষার্থী মারুফা সাইফ মৈত্রী এবং এক গৃহকর্মী।

ছেলে ফেরদৌস ওয়াহেদ তৃপ্ত আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। তৃপ্ত সিল্কসিটি নিউজকে জানান, চলমান সংসদ অধিবেশনে যোগ দিতে মা ঢাকায় এসে ন্যাম ভবনের বাসায় ওঠেন। এরপর ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে সংসদ অধিবেশনে যোগ দেন। পরে জ্বরে আক্রান্ত হলে সংসদ ভবনের নির্ধারিত মেডিকেল সেন্টারে গত ২০ জুন নমুনা দেন। সেই রিপোর্ট পজিটিভ আসে।

সংসদ সদস্যের ভাতিজা মনিরুজ্জামান সুইট জানান, আক্রান্ত সকলে ন্যাম ভবনের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রোববার (২৮ জুন) পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯৯ জনের নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৫৭ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button