রাজশাহীসারাবাংলা

পুঠিয়াতে কুড়িয়ে পাওয়া ৩ লক্ষ টাকা ফেরত দিলো ভ্যান চালক

জনপদ ড‌েস্ক: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে চিতলপুকুর গ্রামের মোঃ আলাউদ্দিনের ভ্যান চালক ছেলে মোঃ নাহিদ হোসেন (২৪) শুক্রবার দুপুরে বানেশ্বর বাজার আমহাটা ওসমান ডিলারের সারের দোকানের সামনে ঢাকা-রাজশাহী হাইওয়ে রোডের উপর একটি কাপড়ের ছোট শপিং ব্যাগের ভিতর ১ হাজার টাকার তিনটি বান্ডিল, যাহাতে তিন লক্ষ টাকাসহ কুড়াইয়া পাইলে, কার টাকা বলে জিজ্ঞাসাবাদ করলেন। তখন সেই টাকার একাধিক মালিক উপস্থিত হয়।

তাৎক্ষণিক বানেশ্বর বাজারে ডিউটিরত পুঠিয়া থানার এসআই মোঃ নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে।

টাকাসহ ভ্যানচালককে হেফাজতে নিয়ে বানেশ্বর বাজার বণিক সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে, বানেশ্বর বাজার বণিক সমিতির ইজারাদার মোঃ ওসমান আলীসহ অন্যান্য সদস্যদের সামনে টাকা গণনা করে জিম্মানামা প্রস্তুত করে, তাতে বণিক সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাক্ষর নিয়ে উল্লেখিত টাকা বণিক সমিতির ইজারাদার মোঃ ওসমান আলিকে টাকা হেফাজতে রাখার জন্য বুঝাইয়া দেওয়া হয়। এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে জানার এসআই নুরুল ইসলাম।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button