সারাবাংলা

পাবনায় আরও ৭ জনের করোনা শনাক্ত

জনপদ ড‌েস্ক:  শুক্রবার পাবনায় নতুন আরও ০৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন আক্রান্ত ০৭ জনের ০৩ জন পাবনা সদরের৷ আক্রন্তের শীর্ষে রয়েছে পাবনা সদর। এ ছাড়া চাটমোহরে ২ জন, সাঁথিয়ায় ০১ জন ও আটঘড়িয়ায় ০১ জন৷ এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ২৬৮ জন।

পাবনা সদর করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে অবস্থান এখানে আক্রান্ত ১৫৬ জন। দ্বিতীয় অবস্থানে সুজানগর এখানে আক্রান্ত ৩৬ জন। এ ছাড়া ঈশ্বরদীতে ১৮, জন, আটঘরিয়ায় ১২ জন ও ভাঙ্গুড়ায় ১৪ জন, চাটমোহরে ০৮ জন, সাঁথিয়ায় ১৯ জন, ফরিদপুরে ৪ এবং বেড়ায় ১ জন করোনা শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী ল্যাবে গত ২৪ ঘন্টায় ৭১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধে ০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ২৫ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ০৯ জন। সবারই শারীরিক অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ পর্যন্ত পাবনায় করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৬ এপ্রিল। এরপর আজ জেলায় ২৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button