সারাবাংলা

সেবার শততম দিনে ভর্তুকি মূল্যে ডিম বিতরণ খোরশেদের

জনপদ ডেস্ক: করোনা আক্রান্তদের দাফনে এগিয়ে আসা নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার কার্যক্রমের শততম দিনে ভর্তুকি মূল্যে ডিম বিতরণ করেছেন।

আজ শুক্রবার মাসদাইর, গুদারাঘাট, গলাচিপাসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তুকি মূল্যে ডিম বিতরণ শুরু করেন। তিনি ১৮ টাকায় ৬টি ডিম প্রতিটি পরিবারে বিক্রি করেন। তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

করোনায় শুরু থেকে এখন পর্যন্ত খোরশেদ ৬০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ, ৮৪টি দাফন ও সৎকার করণ যার মধ্যে ৯টি স্বাভাবিক মৃত্যু ও বাকিগুলো করোনা আক্রান্ত ও করোনার উপসর্গে মৃত্যু রয়েছে, ৬ হাজার পরিবারে সরকারি ত্রাণ ও ৬ হাজার ৭শ পরিবারে ব্যক্তিগত ত্রাণ বিতরণ, ৯ হাজার মানুষকে টেলিমেডিসিন সেবা প্রদান, ১০ হাজার পরিবারে বিনামূল্যে সবজি বিতরণ, দেড় হাজার পরিবারে ৩০ শতাংশ ভর্তুকি মূল্যে খাদ্য প্রদান, ১২ টাকা হালি ভর্তুকি মূল্যে ডিম প্রদান করেছেন।

এ ছাড়াও সম্প্রতি শুরু হওয়া প্লাজমা ও অক্সিজেন টিমের কার্যক্রমে তার টিম ১৬ জনকে প্লাজমা প্রদান ও ১৮ জনকে অক্সিজেন সাপোর্ট প্রদান করেছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button