টপ স্টোরিজরাজশাহীসারাবাংলাস্বাস্থ্য ও চিকিৎসা

রাজশাহীর ১২ জনসহ আরও ২২ জনের করোনা শনাক্ত

জনপদ ড‌েস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে আরও ১২ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ২ জন, পাবনার ৭ ও নাটোরের ৩ জন। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগ ল্যাবে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের সবার বাড়ি রাজশাহীতে।

শুক্রবার বিকেলে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার ও হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস তারা এ তথ্য নিশ্চত করেন।

ডা. সাবেরা গুলনাহান বলেন, শুক্রবার রামেক ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৮২ জনের নমুনার। যার মধ্যে ১২ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে রাজশাহীর দুইজন, পাবনার সাতজন ও নাটোরের তিনজন রয়েছে। রাজশাহীর আক্রান্তদের মধ্যে একজন নগরের ও একজন চারঘাটের। নগরে আক্রান্তের নাম রবিউল (৩৫)।

ডা. সাইফুল ফেরদৌস জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ল্যাবে ৯২টি নমুনা পরীক্ষা হয়েছে। এর প্রকাশিত ফলাফলে ১০টি নমুনা পজিটিভ এবং ৮২টি নমুনা নেগেটিভ এসেছে। নতুন আক্রন্তরা হলেন, পুলিশ হাসপাতালে ভর্তি রেজানুর রহমান (৫৮), শিউলি (২৮), কামরুলজ্জামান (৩২), মিশন হাসপাতালে চিকিৎসাধীন মামুনুর রশীদ (৩৯), ১৮ নং ওয়ার্ডের নুরুন্নাহার (৪০), ১ নং ওয়ার্ডের মাজিদা বেগম (৪৮), ৮ নং ওয়ার্ডের মনোয়ার হোসেন (৪৯), মিশন হাসপাতালের চিকিৎসাধীন মনসুর (৪৫), মোহনপুরের মাসুদ (৩৫) ও মমতাজ (২২)।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরও একজন। এ নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৫৩ জন। এর মধ্যে নগরের আটজন, বাঘায় তিনজন, চারঘাটে দুইজন, পুঠিয়ায় নয়জন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় পাঁচজন, মোহনপুরে পাঁচজন, তানোরে ১৩ জন ও পবায় চারজন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button