বিনোদন

ঈদে টিআরপিতে দ্বিতীয় স্থানে নাটক ‘আমি পাগল বলছি’

জনপদ ডেস্ক: প্রতিবছর ঈদের নাটক নিয়ে পরিচালকদের মধ্যে একটা নিবর প্রতিযোগিতা থাকে। এবারের ঈদুল ফিতরেও তেমনটা ছিল। ঈদ সপ্তাহে টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি’তে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে পরিচালক আনিসুর রহমান রাজিবের নাটক ‘আমি পাগল বলছি’।

মেহরাব জাহিদের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন- মোশাররফ করিম, তাসনিয়া ফারিন, নিপুন আহমেদ, রাহুল রাজুসহ অনেকে। এটি ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায় আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হয়।

মোশাররফ করিমটিআরপি’তে এগিয়ে থাকা প্রসঙ্গে পরিচালক আনিসুর রহমান রাজিব বলেন, নির্মাণের সময়ই মনে হয়েছে নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলবে। এমন অর্জন ভালো কাজ করার ক্ষুধা বাড়িয়ে দেয়। নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের পাশাপাশি দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আগামীতে আরও ভালো কাজ করতে চান জানিয়ে নির্মাতা রাজিব দর্শকদের বাংলা নাটক বেশি বেশি দেখার অনুরোধ করেন।

এবারের ঈদুল ফিতরে প্রচারিত নাটকগুলোর মধ্যে ঈদ সপ্তাহে টিআরপি’তে প্রথমস্থানে জায়গা পেয়েছে আরটিভিতে প্রচারিত নাটক ‘ছাপ্পর ফাইরা দিসে’, দ্বিতীয় স্থানে ‘আমি পাগল বলছি’। তৃতীয় স্থানে বাংলাভিশনে প্রচারিত ‘হাবলংগের বাজারে’, আরটিভিতে প্রচারিত ‘ক্লাসলেস মকলেস’ চতুর্থ এবং ‘অবাক প্রেম’ পঞ্চমস্থানে জায়গা পেয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button