ক্রিকেটখেলাধুলা

শীর্ষ ১০০ ধনী ক্রীড়াবিদের মধ্যে একমাত্র ক্রিকেটার কোহলি

স্পোর্টস ডেস্কঃ প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বজুড়ে শীর্ষ ১০০ ধনী ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস। তাতে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এই তালিকায় একমাত্র ভারতীয় প্রতিনিধিও তিনি।

এ বছরের তালিকায় ৩৩ ধাপ উন্নতি হয়েছে কোহলির। তাতে গত বছর একশোতম জায়গায় থাকা ডানহাতি এই ব্যাটসম্যানের এবারের অবস্থান ৬৬তম।

কোহলির ব্যাপারে ফোর্বস বলেছে, সবশেষ অর্থবছরে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং পারিশ্রমিক মিলিয়ে কোহলির আয় ২ কোটি ৬০ লাখ ডলার।
ফোর্বসের হিসেবে নেওয়া খেলোয়াড়দের বার্ষিক আয়ের সময় সীমা ধরা হয়েছে ১ জুন ২০১৯ থেকে ১ জুন, ২০২০। আয়ের উৎস ধরা হয়েছে প্রাইজ মানি, বেতন-বোনাস, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, রয়্যালটি ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে প্রাপ্ত অর্থ।

এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো একমাত্র ভারতীয় অ্যাথলেট হিসেবে ফোর্বসের শীর্ষ ১০০ ধোনির তালিকায় জায়গা পেলেন কোহলি। গত বছর আড়াই কোটি ডলার আয় নিয়ে তার অবস্থান ছিল একশোতম।

অ্যাথলেটদের মধ্যে প্রথমবারের মতো শীর্ষে জায়গায় পেয়েছেন সুইজারল্যান্ডের টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। গত বারো মাসে তার আয় ১০ কোটি ৬৩ লাখ ডলার।

শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয়স্থানে নেমে এসেছেন জুভেন্তাসের পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার আয় ১০ কোটি ৫০ লাখ ডলার। তার থেকে ১০ লাখ ডলার কম আয় নিয়ে তৃতীয়স্থানে বার্সেলোনা তারকা লিওনেল মেসি। পিএসজি তারকা নেইমার আছে চতুর্থস্থানে, ৯ কোটি ৫৫ লাখ ডলার নিয়ে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button