খেলাধুলা

‘দর্শকশূন্য স্টেডিয়ামে ফুটবল হতে পারে, ক্রিকেট সম্ভব নয়’

স্পোর্টস ডেস্কঃ করোনাভাইরাসের কারণে ঘরোয়া ও আন্তর্জাতিক সব খেলাই বন্ধ। খেলাধুলা বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছে ক্রীড়া ফেডারেশনগুলো। এ সংকট কাটাতেই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা আয়োজনের চিন্তা ভাবনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বোর্ডগুলো।

তবে ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া এক সাক্ষাৎকারে বলেছেন, দর্শকশূন্য স্টেডিয়ামে ফুটবল খেলা হতে পারে। কারণ আমরা ফুটবল খেলা দর্শকহীন মাঠে দেখে অভ্যস্ত। কিন্তু ক্রিকেট গ্যালারি ফাঁকা রেখে আয়োজন সম্ভব নয়। তাই ক্রিকেট শুরু নিয়ে চিন্তা হচ্ছে।

তিনি আরও বলেন, ফুটবলে সবসময় অ্যাকশন থাকে, টিভিতে দেখতে খারাপ লাগে না। বুন্দেসলিগার ম্যাচ টিভিতে দেখেছি। কিন্তু ক্রিকেট দর্শকশূন্য স্টেডিয়ামে হলে কৌলিন্য হারাবে। টেস্ট ক্রিকেটে এখন যেমন গ্যালারি ফাঁকাই থাকে, উত্তেজনা নেই। সীমিত ওভারের ক্রিকেটও যদি দর্শকশূন্য স্টেডিয়ামে হয় তাহলে উন্মাদনা হারাবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button