ক্রিকেটখেলাধুলাটপ স্টোরিজরাজনীতি

মন্ত্রিত্বের প্রস্তাব পেলে কী করবেন মাশরাফি ?

জনপদ ডেস্কঃ খেলোয়াড়ি জীবনের মতো রাজনৈতিক পরিসরেও সফল মাশরাফি বিন মর্তুজা।

একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সহজেই নড়াইল-২ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

এ দুই বছরে খেলাধুলার ফাঁকেই নিজ এলাকার বাসিন্দাদের জন্য হৃদয় উজাড় করে কাজ করেছেন মাশরাফি।

সঙ্গত কারণেই অনেকের মনে প্রশ্ন– মাশরাফি শুধু একজন সংসদ সদস্যই থাকবেন নাকি মন্ত্রিপরিষদের সদস্য হওয়ার ব্যাপারে কিছু ভাবছেন! আরও বড় দায়িত্ব পেলে নিজেকে কতটুকু দেশবাসীর জন্য বিলিয়ে দেবেন?

রোববার রাতে ব্রেসলেটের নিলামের লাইভে তাকে প্রশ্ন করা হয়, মন্ত্রিত্বের প্রস্তাব পেলে কী করবেন?

জবাবে মাশরাফি জানান, তিনি কখনই বেশি দূরের কথা ভাবেন না। বর্তমানে নড়াইল-২ আসনের সমস্যাগুলো কীভাবে দূর করা যায় তা নিয়েই মাথা ঘামান।

মাশরাফি বলেন, ‘আমি কষ্ট করতে পছন্দ করি। কোনো কিছুর আশায় তা করি না। খেলার সময় একটিই চিন্তা কাজ করত, সেই ম্যাচটি জয়ের। আর কোনো চিন্তা কাজ করত না। ব্যাপারটি তেমনই। কিন্তু যদি ব্যক্তিগত লক্ষ্যের কথা বলেন, তা হলে আমি কখনও অমনভাবে লক্ষ্য ঠিক করি না।’

মাশরাফি আরও স্পষ্ট করে বলেন, যে বিষয়টি আমার আয়ত্তে নেই, তা নিয়ে ভাবি না। আমাকে যে দায়িত্বতা প্রধানমন্ত্রী দিয়েছেন, তা নিয়েই থাকছি। নড়াইলের মানুষকে ভালো রাখতে আমি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button