টপ স্টোরিজশিক্ষা

ঈদের আগে বেতন পাচ্ছেন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা

জনপদ ডেস্ক: নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা ঈদের আগে দেয়া হবে বলে জানা গেছে। এ লক্ষ্যে জরুরি এমপিও সভা ডেকেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

শিক্ষক কর্মচারীদের সরকারি অংশ (এমপিও) প্রদান বিষয়ে আগামী শনিবার (১৬ মে) বেলা ১১টায় অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার মাউশি থেকে এ সংক্রান্ত নোটিশ দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়, ‘এমপিও আবেদন অনুমােদনের নিমিত্তে করােনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বিশেষ এমপিও সভা ডাকা হয়েছে। এতে মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মাে. গােলাম ফারুকের সঙ্গে এনটিআরসিএ, ব্যানবেইস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের কর্মকর্তারা সংযুক্ত হবেন।’

‘এ ছাড়া সভার সংশ্লিষ্ট সবাইকে প্রয়ােজনীয় কাগজপত্রাদিসহ যথাসময়ে সংযুক্ত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। তাদের ই-মেইল ঠিকানায় যথাসময়ে একটি লিঙ্ক পাঠানো হবে।’

সভায় নতুন এমপিওভুক্ত ও এমপিও স্তর পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের
এমপিও’র বিষয়ে আলোচনা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button