নির্বাচনরাজশাহীসারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

জনপদ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে শহরের উদয়ন মোড়ে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে কতিপয় তরুণ মাদকসেবীর বিরুদ্ধে। এসময় পার্শ্ববর্তী স্বতন্ত্র প্রার্থীর আপেল প্রতীকের অফিসও ভাঙচুর করা হয়।

গতকাল সোমবার ২৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে শহরের উদয়ন মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে শহরের উদয়ন মোড় ও খালঘাট এলাকার কতিপয় মাদকসেবী একদল তরুণ মাতাল অবস্থায় প্রথমে উদয়ন মোড়ে অবস্থিত নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং পোস্টার ফেস্টুন ছিড়ে ফেলে চলে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে আবারও তারা নৌকার অফিসে হামলা চালায়। এসময় পার্শ্ববর্তী আপেল প্রতীকের অফিসও ভাঙচুর করে তারা।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বলেন, রাতে একদল দুর্বৃত্ত নৌকার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে সদর মেডল থানার ওসি (তদন্ত) মাহফুজ চৌধুরী জানিয়েছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button