টপ স্টোরিজসাহিত্য

বীরেরা কি কভু মরে?

ইতিহাসের সোনার কালিতে নামটি লিখা
থাকবে তুমি যে বাংলার ঘরে-ঘরে,
হেনা ভাই তুমি হয়েছ অমর
বীরেরা কি কভু মরে?

ছিনিয়ে এনেছ স্বাধীনতা
ধ্বংস করেছ পাক সেনাদের ঘাঁটি,
ভালবাসে তোমায় নদী, পাখি, জল
বাংলার ধূলি মাটি।

নামটি তোমার রবে অম্লান
বাঙালির ঘরে-ঘরে,
হেনা ভাই তুমি হয়েছ অমর
বীরেরা কি কভু মরে?

বীর বাঙালিরে পথের দিশা
দেখিয়েছ রণাঙ্গনে,
দেশের প্রতি এতটা দরদ
দেখাতে পারে কয়জনে।

সারাটি জীবন বিলিয়ে দিয়েছ
দেশ ও দশের তরে,
হেনা ভাই তুমি হয়েছ অমর
বীরেরা কি কভু মরে?

লেখক- মোঃ কামাল পারভেজ সবুজ

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button