রাজশাহী , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী পঙ্গু হাসপাতালে আহতদের দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি: মেয়র লিটন ঢাকায় সহিংসতায় অংশ নেয় রাজশাহীর জেএমবি সদস্যরা! ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন শেখ হাসিনা এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর কোটা নিয়ে আপিল শুনানি রোববার এবার বিটিভির মূল ভবনে আগুন ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত অবশেষে আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার উত্তরা-আজমপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ রামপুরা-বাড্ডায় ব্যাপক সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত দুই শতাধিক আওয়ামী লীগের শক্ত অবস্থানে রাজশাহীতে দাঁড়াতেই পারেনি কোটা আন্দোলনকারীরা

চুলের পুষ্টির জন্য কার্যকরী তেলের ব্যবহার

  • আপডেটের সময় : ০৫:২১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
  • ৬১ টাইম ভিউ
Adds Banner_2024

লাইফস্টাইল ডেস্কঃ ইদানীং চুলগুলো কেমন জানি পাতলা হয়ে গেছে। ধরলেই যেন গোড়া থেকে উঠে চলে আসছে। বেশ কয়েক মাস ধরেই দেখছেন চুলগুলো বাড়ছে না কেন জানি!

প্রতিদিনকার ধুলো, দূষণ, কেমিক্যাল ইত্যাদির জন্যে আমাদের চুলগুলো যেন তাদের লাইফ আর ফিরেই পাচ্ছে না। যার ফলে, চুলের এই অবস্থা! নিষ্প্রাণ, গ্রোথ নেই ইত্যাদি আরো কত সমস্যা।

Banglar Janapad Ads

অনেকেরই শখ থাকে লম্বা চুলের, কিন্তু শখ পূরণ করার ইচ্ছাই থাকে কেবল, কিন্তু পূরণ আর হয় না।

তেলটি বানাতে যে সকল উপকরণ লাগবে
কারি পাতা: কারিপাতা ইন্ডিয়ান রান্নায় সুগন্ধি হিসেবে বেশ প্রচলিত। এর পাশাপাশি এটি চুলের জন্যেও বেশ ভালো কাজ করে। কারি পাতা চুলকে ঘন এবং কালো করে তোলে। এতে প্রচুর পরিমাণে ভিটা ক্যারোটিন রয়েছে, যা চুল-পড়া কন্ট্রোল করে। এছাড়াও এতে আছে এমিনো এসিড এবং অ্যান্টি-অক্সিডেন্ট যা, চুলে পুষ্টি জোগায়, স্কাল্পকে নারিশ করে হেয়ার গ্রোথ-কে প্রোমোট করে। কারি পাতা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন।

মেহেদী পাতা: মেহেদী চুলের বৃদ্ধিকে ইমপ্রুভ করে, চুল পড়া বন্ধ করে এবং চুলকে ডিপ-কন্ডিশনিং করে।

জবা ফুল: জবা ফুলে রয়েছে এমিনো এসিড, আলফা হাইড্রোক্সি এসিড, ভিটামিট এ ও সি। জবা ফুল চুলে ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে। এছাড়া এটি চুলকে কালো করতেও সাহায্য করে যেটা আমরা সবাই জানি।

কোকোনাট অয়েল: কোকোনাট অয়েল চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে, চুল ভাঙা, আগা-ফাটা রোধ করে চুলকে নারিশ করে তোলে।

যেভাবে তেলটি তৈরি করবেন
– তেলটা বানাতে ৫-৬ টা করে কারি পাতা এবং মেহেদীর ছোট ডাল লাগবে। এছাড়াও জবা ফুল লাগবে ৮-১০ টি। প্রথমে ই কারি পাতা এবং মেহেদী পাতা ডাল থেকে আলাদা করে নিন। জবা ফুলগুলোর পাপড়ি ছাড়িয়ে নিন। সবগুলো পাতা এবং ফুল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।

– এবার একটি ছড়ানো বড় প্লেটে পাতা এবং ফুলগুলো রেখে রোদে শুকিয়ে নিন। রোদে শুকাতে কতদিন লাগবে সেটা রোদের তাপের উপর নির্ভর করে।

– হারবাল তেল বানানোর ক্ষেত্রে আমি কখনোই তেল সরাসরি চুলার আগুনে দেওয়া রেকমেন্ড করি না। এক্ষেত্রে ডাবল বয়লার বেশ ভালো হয়।

– প্রথমে একটি ছোট পাতিলে পানি নিয়ে নিন। পানিটা ফুটতে শুরু করলে পাতিলের উপরে একটি হিট প্রুফ বাটি রাখুন। এবার বাটিতে ১৫০ মিলি কোকোনাট অয়েল ঢালুন।

– এর মধ্যে শুকানো কারি পাতা, মেহেদী পাতা এবং জবা ফুল মিশিয়ে নিন। ১০-১৫ মিনিটের মত হালকা আঁচে জ্বাল দিন। জ্বাল দেয়া হয়ে গেলে বাটিটা নামিয়ে ৬-৮ ঘন্টা এভাবেই রেখে দিন।

– ৬-৮ ঘন্টা পর তেলটা ছেঁকে একটি পরিষ্কার কাঁচের বয়ামে সংরক্ষণ করুন। ফ্রিজে রাখার প্রয়োজন নেই। ১ মাসের মত তেলটা ভালো থাকবে।

তেলটা যেভাবে ব্যবহার করবেন
সপ্তাহে ২ দিন রাতে চুলে সিঁথি কেটে কেটে তেলটি পুরো চুলে লাগিয়ে সারারাত রেখে দিন। পরদিন শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

Adds Banner_2024

চুলের পুষ্টির জন্য কার্যকরী তেলের ব্যবহার

আপডেটের সময় : ০৫:২১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯

লাইফস্টাইল ডেস্কঃ ইদানীং চুলগুলো কেমন জানি পাতলা হয়ে গেছে। ধরলেই যেন গোড়া থেকে উঠে চলে আসছে। বেশ কয়েক মাস ধরেই দেখছেন চুলগুলো বাড়ছে না কেন জানি!

প্রতিদিনকার ধুলো, দূষণ, কেমিক্যাল ইত্যাদির জন্যে আমাদের চুলগুলো যেন তাদের লাইফ আর ফিরেই পাচ্ছে না। যার ফলে, চুলের এই অবস্থা! নিষ্প্রাণ, গ্রোথ নেই ইত্যাদি আরো কত সমস্যা।

Banglar Janapad Ads

অনেকেরই শখ থাকে লম্বা চুলের, কিন্তু শখ পূরণ করার ইচ্ছাই থাকে কেবল, কিন্তু পূরণ আর হয় না।

তেলটি বানাতে যে সকল উপকরণ লাগবে
কারি পাতা: কারিপাতা ইন্ডিয়ান রান্নায় সুগন্ধি হিসেবে বেশ প্রচলিত। এর পাশাপাশি এটি চুলের জন্যেও বেশ ভালো কাজ করে। কারি পাতা চুলকে ঘন এবং কালো করে তোলে। এতে প্রচুর পরিমাণে ভিটা ক্যারোটিন রয়েছে, যা চুল-পড়া কন্ট্রোল করে। এছাড়াও এতে আছে এমিনো এসিড এবং অ্যান্টি-অক্সিডেন্ট যা, চুলে পুষ্টি জোগায়, স্কাল্পকে নারিশ করে হেয়ার গ্রোথ-কে প্রোমোট করে। কারি পাতা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন।

মেহেদী পাতা: মেহেদী চুলের বৃদ্ধিকে ইমপ্রুভ করে, চুল পড়া বন্ধ করে এবং চুলকে ডিপ-কন্ডিশনিং করে।

জবা ফুল: জবা ফুলে রয়েছে এমিনো এসিড, আলফা হাইড্রোক্সি এসিড, ভিটামিট এ ও সি। জবা ফুল চুলে ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে। এছাড়া এটি চুলকে কালো করতেও সাহায্য করে যেটা আমরা সবাই জানি।

কোকোনাট অয়েল: কোকোনাট অয়েল চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে, চুল ভাঙা, আগা-ফাটা রোধ করে চুলকে নারিশ করে তোলে।

যেভাবে তেলটি তৈরি করবেন
– তেলটা বানাতে ৫-৬ টা করে কারি পাতা এবং মেহেদীর ছোট ডাল লাগবে। এছাড়াও জবা ফুল লাগবে ৮-১০ টি। প্রথমে ই কারি পাতা এবং মেহেদী পাতা ডাল থেকে আলাদা করে নিন। জবা ফুলগুলোর পাপড়ি ছাড়িয়ে নিন। সবগুলো পাতা এবং ফুল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।

– এবার একটি ছড়ানো বড় প্লেটে পাতা এবং ফুলগুলো রেখে রোদে শুকিয়ে নিন। রোদে শুকাতে কতদিন লাগবে সেটা রোদের তাপের উপর নির্ভর করে।

– হারবাল তেল বানানোর ক্ষেত্রে আমি কখনোই তেল সরাসরি চুলার আগুনে দেওয়া রেকমেন্ড করি না। এক্ষেত্রে ডাবল বয়লার বেশ ভালো হয়।

– প্রথমে একটি ছোট পাতিলে পানি নিয়ে নিন। পানিটা ফুটতে শুরু করলে পাতিলের উপরে একটি হিট প্রুফ বাটি রাখুন। এবার বাটিতে ১৫০ মিলি কোকোনাট অয়েল ঢালুন।

– এর মধ্যে শুকানো কারি পাতা, মেহেদী পাতা এবং জবা ফুল মিশিয়ে নিন। ১০-১৫ মিনিটের মত হালকা আঁচে জ্বাল দিন। জ্বাল দেয়া হয়ে গেলে বাটিটা নামিয়ে ৬-৮ ঘন্টা এভাবেই রেখে দিন।

– ৬-৮ ঘন্টা পর তেলটা ছেঁকে একটি পরিষ্কার কাঁচের বয়ামে সংরক্ষণ করুন। ফ্রিজে রাখার প্রয়োজন নেই। ১ মাসের মত তেলটা ভালো থাকবে।

তেলটা যেভাবে ব্যবহার করবেন
সপ্তাহে ২ দিন রাতে চুলে সিঁথি কেটে কেটে তেলটি পুরো চুলে লাগিয়ে সারারাত রেখে দিন। পরদিন শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।