রাজশাহী , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি: মেয়র লিটন ঢাকায় সহিংসতায় অংশ নেয় রাজশাহীর জেএমবি সদস্যরা! ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন শেখ হাসিনা এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর কোটা নিয়ে আপিল শুনানি রোববার এবার বিটিভির মূল ভবনে আগুন ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত অবশেষে আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার উত্তরা-আজমপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ রামপুরা-বাড্ডায় ব্যাপক সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত দুই শতাধিক আওয়ামী লীগের শক্ত অবস্থানে রাজশাহীতে দাঁড়াতেই পারেনি কোটা আন্দোলনকারীরা সরকার কোটা সংস্কারের পক্ষে, চাইলে আজই আলোচনা তারা যখনই বসবে আমরা রাজি আছি : আইনমন্ত্রী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথা বলবেন আইনমন্ত্রী রাজশাহীতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাংচুর, আহত ২০

‘ফাগুন হাওয়ায়’ দেখা ও প্রমোট করা সবার দায়িত্ব: সিয়াম

  • আপডেটের সময় : ০৭:১৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
  • ৭৬ টাইম ভিউ
Adds Banner_2024

বিনোদন ডেস্কঃ ‘ফাগুন হাওয়ায়’ ছবিটা আমাদের জাতীয় জীবনের খুব গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এটা ৫২ এর ভাষা আন্দোলন নিয়ে একটি পরিপূর্ণ চলচ্চিত্র। বাবা-মায়ের দায়িত্ব এই ছবিটা তার সন্তানকে নিয়ে হলে গিয়ে দেখা, যারা ৫২ নিয়ে জানেন না তারা জানতে পারবেন। এখানে ভালোবাসা, কমেডি, বাবা-মায়ের গল্প রয়েছে। জাতীয় জীবনে যে ছবিগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখা এবং প্রমোট করা সবার দায়িত্ব।

কথাগুলো বলছিলেন ঢাকাই ছবি জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। এর আগে যিনি ‘পোড়ামন ২’ এবং ‘দহন’ নামের দুটি হিট ছবি উপহার দিয়ে দর্শকদের আস্থা অর্জন করেছেন। এবার তিনি হাজির হচ্ছেন ভাষা আন্দোলনের গল্প নিয়ে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ ছবি নিয়ে। যেখানে সিয়াম ‘পোড়ামন ২’ এর সুজন শাহ কিংবা ‘দহন’র তুলা নয়; হাজির হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসির চরিত্রে। নতুন গল্প, নতুন ছবি, নতুন চরিত্র সবকিছুর কারণে ‘ফাগুন হাওয়ায়’ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত চিত্রনায়ক সিয়াম।

Banglar Janapad Ads

৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে তৌকীর আহমেদ বানিয়েছেন তার ষষ্ঠ ছবি ‘ফাগুন হাওয়ায়’। অনেকেই ভাবছেন, এত বছর আগের গল্পের ছবি, হয়তো গল্পটা অনেক ভারী! কিন্তু নির্মাতা তৌকীর বললেন, ‘ফাগুন হাওয়ায়’ মোটেও ভারী গল্পের ছবি না। তিনি বলেন, ছবির গল্পটা ভীষণভাবে হিউমারাস, অনেক কমিকেল উপাদান রয়েছে এর মধ্যে। অনেক প্লে-ফুলি গল্পটা বলার চেষ্টা করেছি। একদল তরুণ ছেলেমেয়ে তাদের মধ্যে অনেক দস্যিপনা রয়েছে। অনেক বাঁদরামো রয়েছে। সবকিছু মিলিয়ে একটু অন্যভাবে বানিয়েছি। দর্শক যেন দেখে মজা পায়।

রবিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনের নিয়মিত আয়োজন ‘কথাবার্তা’য় এসে ‘ফাগুন হাওয়ায়’ ছবি নিয়ে এসব কথা বলেন সিয়াম ও নন্দিত নির্মাতা তৌকীর। তৌকীর আহমেদ আরো বলেন, খুব পরিশ্রম করে ছবিটা বানিয়েছি। ৫২ সালকে ফুটিয়ে তোলার জন্য দেশের অন্য এলাকায় সবকিছু তৈরি করে নির্মাণ করেছি। ছবিটি দেখবেন, তারপর মনে হলে সমালোচনা করবেন। সব ছবি সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই।

কথাবার্তায় তৌকীর-সিয়ামের সঙ্গে ছিলেন তিশা। তিনি বলেন, অনেকেই মনে করেন মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলনের ছবি হেবী ওয়েটের গল্প হয়, গুরুগম্ভীর সংলাপ থাকে। কিন্তু এ ছবিতে মোটেও তেমন নেই। খুব সহজভাবে গল্প বলা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাবে ‘ফাগুন হাওয়ায়’। সবাই হলে গিয়ে অবশ্যই দেখবেন ছবিটি।

Adds Banner_2024

‘ফাগুন হাওয়ায়’ দেখা ও প্রমোট করা সবার দায়িত্ব: সিয়াম

আপডেটের সময় : ০৭:১৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯

বিনোদন ডেস্কঃ ‘ফাগুন হাওয়ায়’ ছবিটা আমাদের জাতীয় জীবনের খুব গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এটা ৫২ এর ভাষা আন্দোলন নিয়ে একটি পরিপূর্ণ চলচ্চিত্র। বাবা-মায়ের দায়িত্ব এই ছবিটা তার সন্তানকে নিয়ে হলে গিয়ে দেখা, যারা ৫২ নিয়ে জানেন না তারা জানতে পারবেন। এখানে ভালোবাসা, কমেডি, বাবা-মায়ের গল্প রয়েছে। জাতীয় জীবনে যে ছবিগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখা এবং প্রমোট করা সবার দায়িত্ব।

কথাগুলো বলছিলেন ঢাকাই ছবি জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। এর আগে যিনি ‘পোড়ামন ২’ এবং ‘দহন’ নামের দুটি হিট ছবি উপহার দিয়ে দর্শকদের আস্থা অর্জন করেছেন। এবার তিনি হাজির হচ্ছেন ভাষা আন্দোলনের গল্প নিয়ে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ ছবি নিয়ে। যেখানে সিয়াম ‘পোড়ামন ২’ এর সুজন শাহ কিংবা ‘দহন’র তুলা নয়; হাজির হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসির চরিত্রে। নতুন গল্প, নতুন ছবি, নতুন চরিত্র সবকিছুর কারণে ‘ফাগুন হাওয়ায়’ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত চিত্রনায়ক সিয়াম।

Banglar Janapad Ads

৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে তৌকীর আহমেদ বানিয়েছেন তার ষষ্ঠ ছবি ‘ফাগুন হাওয়ায়’। অনেকেই ভাবছেন, এত বছর আগের গল্পের ছবি, হয়তো গল্পটা অনেক ভারী! কিন্তু নির্মাতা তৌকীর বললেন, ‘ফাগুন হাওয়ায়’ মোটেও ভারী গল্পের ছবি না। তিনি বলেন, ছবির গল্পটা ভীষণভাবে হিউমারাস, অনেক কমিকেল উপাদান রয়েছে এর মধ্যে। অনেক প্লে-ফুলি গল্পটা বলার চেষ্টা করেছি। একদল তরুণ ছেলেমেয়ে তাদের মধ্যে অনেক দস্যিপনা রয়েছে। অনেক বাঁদরামো রয়েছে। সবকিছু মিলিয়ে একটু অন্যভাবে বানিয়েছি। দর্শক যেন দেখে মজা পায়।

রবিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনের নিয়মিত আয়োজন ‘কথাবার্তা’য় এসে ‘ফাগুন হাওয়ায়’ ছবি নিয়ে এসব কথা বলেন সিয়াম ও নন্দিত নির্মাতা তৌকীর। তৌকীর আহমেদ আরো বলেন, খুব পরিশ্রম করে ছবিটা বানিয়েছি। ৫২ সালকে ফুটিয়ে তোলার জন্য দেশের অন্য এলাকায় সবকিছু তৈরি করে নির্মাণ করেছি। ছবিটি দেখবেন, তারপর মনে হলে সমালোচনা করবেন। সব ছবি সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই।

কথাবার্তায় তৌকীর-সিয়ামের সঙ্গে ছিলেন তিশা। তিনি বলেন, অনেকেই মনে করেন মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলনের ছবি হেবী ওয়েটের গল্প হয়, গুরুগম্ভীর সংলাপ থাকে। কিন্তু এ ছবিতে মোটেও তেমন নেই। খুব সহজভাবে গল্প বলা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাবে ‘ফাগুন হাওয়ায়’। সবাই হলে গিয়ে অবশ্যই দেখবেন ছবিটি।