রাজশাহী , বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার ২০২৬ সালের এসএসসি পর্যন্ত থাকতে পারে গ্রেডিং ফেনীর দুই উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত ছোবল দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে বাঘার শ্রমিক নিজের নামে ইন্সটিটিউট স্থাপনে প্রধানমন্ত্রীর ‘না’ রাবি শিক্ষকদের প্রথম দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন মেয়র লিটনকে আ.লীগ নেতা বাবুল হত্যা মামলার আসামী করার ঘোষণার প্রতিবাদে আ.লীগের সংবাদ সম্মেলন সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রতারণাই ছিল ওমর মবিনের পেশা

  • আপডেটের সময় : ১২:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯
  • ১১০ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্ক: দামি স্যুট-কোট পরে প্রাডো গাড়িতে চড়ে নামি-দামি অভিজাত হোটেলে বসে ভোজন এবং ক্লায়েন্টদের সঙ্গে আলোচনা করতো প্রতারক খন্দকার মো. ফারুক ওরফে ওমর মবিন (৫২)। এসময় তার সঙ্গে থাকতো দুজন পার্সোনাল সেক্রেটারি (পিএস)। পাঁচ বছর আগে একজন এমপির পিএস ছিল ওমর মবিন। চাকরি ছাড়ার পর থেকে প্রতারণাকেই পেশা হিসেবে বেছে নেয় সে। নিজেকে কখনও কাস্টমস কমিশনার, আবার কখনও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় এই প্রতারক।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তদন্তকারী সংস্থাটির সিরিয়াস অ্যান্ড হোমিসাইডাল স্কোয়াডের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) সৈয়দা জান্নাত আরা।

বুধবার (৯ জানুযারি) রাতে রাজধানীর রমনা থানার বেইলি রোডের নবাবী ভোজ রেস্টুরেন্টের সামনে থেকে মোবিনসহ এই প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে সিআইডি।

গ্রেফতার ব্যক্তিরা হলো— খন্দকার ফারুক ওরফে ওমর মবিন (৫২), তার সহযোগী মোহাম্মদ ইলিয়াস ওরফে নূর ইসলাম সরকার (৩৮) ও মো. সাইফুল ইসলাম (৩০)। এসময় তাদের কাছ থেকে ওমর মবিনের নামে ছাপানো ভুয়া পরিচয়দানকারী কাস্টমস সহকারী কমিশনারের ১৮টি ভিজিটিং কার্ড, চারটি ব্যাংকের চেকের পাতা, সাতটি মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের ১৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।

জব্দ করা মোবাইল ফোন, এনআইডি ও ব্যাংকের চেকসিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) সৈয়দা জান্নাত আরা বলেন, ‘প্রতারক চক্রের সদস্যরা কাস্টমস হাউজের জব্দ করা সোনার বার নিলামের মাধ্যমে পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।’

জান্নাত আরা বলেন, ‘প্রতারকদের মধ্যে খন্দকার ফারুক ওরফে ওমর মবিন নিজেকে কাস্টমস কমিশনার বলে পরিচয় দিতো। আর তার দুই সহযোগী ইলিয়াস ও সাইফুল কমিশনারের পিএস হিসেবে পরিচয় দিতো। তারা বিভিন্ন মানুষকে টার্গেট করে প্রথমে পিএসদের পাঠাতো এবং কাস্টমস হাউজের জব্দ করা সোনার বার নিলামে দেওয়ার কথা বলে কোটি টাকা হাতিয়ে নেয়।’

তিনি বলেন, ‘ইতোমধ্যেই কয়েকজন ভুক্তভোগী পাওয়া গেছে। যাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়েছে এই চক্রটি।’

সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, ‘গ্রেফতারের পর আসামি খন্দকার মো. ফারুক ওরফে ওমর মবিনের মোবাইলে মৃণাল নামে এক ভুক্তভোগীর ফোন আসে। তিনি সিআইডি কার্যালয়ে এসে প্রতারকদের শনাক্ত করেছেন। ভুক্তভোগী মৃণালের কাছ থেকেও প্রতারক ওমর মবিন কাস্টমস হাউজের সোনা কম দামে নিলামের মাধ্যমে দেওয়ার কথা বলে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়।’

সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘আমরা আসামির কাছে ৪০ কোটি টাকার ব্ল্যাঙ্ক চেক পেয়েছি। জিজ্ঞাসাবাদে আসামি ওমর মবিন জানায়,পাঁচ বছর আগে সে জামালপুরের এক সংসদ সদস্যের পিএস হিসেবে কাজ করতো। সেখান থেকে চাকরি ছাড়ার পর প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।’

মবিন কোন এমপি’র পিএস ছিল জানতে চাইলে সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘তদন্তের স্বার্থে ওই এমপি’র নাম বলা যাচ্ছে না। আমরা এ বিষয়টি যাচাই করে দেখছি।’

তিনি বলেন, ‘এই প্রতারক চক্রের আরও সদস্য রয়েছে, তাদেরও আইনের আওতায় আনা হবে। চক্রের সদস্যদের সবারই কাস্টমস হাউজ সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফের বিভিন্ন কাজের অভিজ্ঞতা রয়েছে।’

ব্রিফ করছে বিশেষ পুলিশ সুপার সৈয়দ জান্নাত আরাসৈয়দা জান্নাত আরা জানান, প্রতারক ওমর মবিন ভুক্তভোগীদের বলতো— আমরা কাস্টমসের লোক। সোনার বার জব্দ করেছি। আমরা সব পারি। আমাদের অনেক ক্ষমতা। কোনও সমস্যা নেই। এরপর ভুক্তভোগীদেরকে নিজের ভিজিটিং কার্ড দিতো, ওই কার্ডে কাস্টমস কমিশনার হিসেবে মুবিনের পরিচয় লেখা থাকতো। এছাড়া, তার পাসপোর্টে খন্দকার মো. ফারুক নামও লেখা আছে।

আসামিদের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে (নম্বর-১৮)। তাদেরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ভুক্তভোগী মৃণাল জানান, প্রতারক ওমর মবিনের দুই পিএস আমার কাছে আসে এবং কাস্টমস হাউজের জব্দকৃ করা সোনা বার নিলামের মাধ্যমে স্বল্প মূল্যে দেওয়ার কথা বলে। এরপর গত ৬ জানুয়ারি মবিন আমার কাছ থেকে ২৪ লাখ টাকা নেয়। সে আমাকে কাস্টমসের বেশ কিছু কাগজও দিয়েছিল। পরে সিআইডি তাদের গ্রেফতার করায় সেখানে গিয়ে আমি প্রতারকদের শনাক্ত করি।

Adds Banner_2024

প্রতারণাই ছিল ওমর মবিনের পেশা

আপডেটের সময় : ১২:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯

জনপদ ডেস্ক: দামি স্যুট-কোট পরে প্রাডো গাড়িতে চড়ে নামি-দামি অভিজাত হোটেলে বসে ভোজন এবং ক্লায়েন্টদের সঙ্গে আলোচনা করতো প্রতারক খন্দকার মো. ফারুক ওরফে ওমর মবিন (৫২)। এসময় তার সঙ্গে থাকতো দুজন পার্সোনাল সেক্রেটারি (পিএস)। পাঁচ বছর আগে একজন এমপির পিএস ছিল ওমর মবিন। চাকরি ছাড়ার পর থেকে প্রতারণাকেই পেশা হিসেবে বেছে নেয় সে। নিজেকে কখনও কাস্টমস কমিশনার, আবার কখনও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় এই প্রতারক।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তদন্তকারী সংস্থাটির সিরিয়াস অ্যান্ড হোমিসাইডাল স্কোয়াডের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) সৈয়দা জান্নাত আরা।

বুধবার (৯ জানুযারি) রাতে রাজধানীর রমনা থানার বেইলি রোডের নবাবী ভোজ রেস্টুরেন্টের সামনে থেকে মোবিনসহ এই প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে সিআইডি।

গ্রেফতার ব্যক্তিরা হলো— খন্দকার ফারুক ওরফে ওমর মবিন (৫২), তার সহযোগী মোহাম্মদ ইলিয়াস ওরফে নূর ইসলাম সরকার (৩৮) ও মো. সাইফুল ইসলাম (৩০)। এসময় তাদের কাছ থেকে ওমর মবিনের নামে ছাপানো ভুয়া পরিচয়দানকারী কাস্টমস সহকারী কমিশনারের ১৮টি ভিজিটিং কার্ড, চারটি ব্যাংকের চেকের পাতা, সাতটি মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের ১৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।

জব্দ করা মোবাইল ফোন, এনআইডি ও ব্যাংকের চেকসিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) সৈয়দা জান্নাত আরা বলেন, ‘প্রতারক চক্রের সদস্যরা কাস্টমস হাউজের জব্দ করা সোনার বার নিলামের মাধ্যমে পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।’

জান্নাত আরা বলেন, ‘প্রতারকদের মধ্যে খন্দকার ফারুক ওরফে ওমর মবিন নিজেকে কাস্টমস কমিশনার বলে পরিচয় দিতো। আর তার দুই সহযোগী ইলিয়াস ও সাইফুল কমিশনারের পিএস হিসেবে পরিচয় দিতো। তারা বিভিন্ন মানুষকে টার্গেট করে প্রথমে পিএসদের পাঠাতো এবং কাস্টমস হাউজের জব্দ করা সোনার বার নিলামে দেওয়ার কথা বলে কোটি টাকা হাতিয়ে নেয়।’

তিনি বলেন, ‘ইতোমধ্যেই কয়েকজন ভুক্তভোগী পাওয়া গেছে। যাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়েছে এই চক্রটি।’

সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, ‘গ্রেফতারের পর আসামি খন্দকার মো. ফারুক ওরফে ওমর মবিনের মোবাইলে মৃণাল নামে এক ভুক্তভোগীর ফোন আসে। তিনি সিআইডি কার্যালয়ে এসে প্রতারকদের শনাক্ত করেছেন। ভুক্তভোগী মৃণালের কাছ থেকেও প্রতারক ওমর মবিন কাস্টমস হাউজের সোনা কম দামে নিলামের মাধ্যমে দেওয়ার কথা বলে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়।’

সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘আমরা আসামির কাছে ৪০ কোটি টাকার ব্ল্যাঙ্ক চেক পেয়েছি। জিজ্ঞাসাবাদে আসামি ওমর মবিন জানায়,পাঁচ বছর আগে সে জামালপুরের এক সংসদ সদস্যের পিএস হিসেবে কাজ করতো। সেখান থেকে চাকরি ছাড়ার পর প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।’

মবিন কোন এমপি’র পিএস ছিল জানতে চাইলে সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘তদন্তের স্বার্থে ওই এমপি’র নাম বলা যাচ্ছে না। আমরা এ বিষয়টি যাচাই করে দেখছি।’

তিনি বলেন, ‘এই প্রতারক চক্রের আরও সদস্য রয়েছে, তাদেরও আইনের আওতায় আনা হবে। চক্রের সদস্যদের সবারই কাস্টমস হাউজ সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফের বিভিন্ন কাজের অভিজ্ঞতা রয়েছে।’

ব্রিফ করছে বিশেষ পুলিশ সুপার সৈয়দ জান্নাত আরাসৈয়দা জান্নাত আরা জানান, প্রতারক ওমর মবিন ভুক্তভোগীদের বলতো— আমরা কাস্টমসের লোক। সোনার বার জব্দ করেছি। আমরা সব পারি। আমাদের অনেক ক্ষমতা। কোনও সমস্যা নেই। এরপর ভুক্তভোগীদেরকে নিজের ভিজিটিং কার্ড দিতো, ওই কার্ডে কাস্টমস কমিশনার হিসেবে মুবিনের পরিচয় লেখা থাকতো। এছাড়া, তার পাসপোর্টে খন্দকার মো. ফারুক নামও লেখা আছে।

আসামিদের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে (নম্বর-১৮)। তাদেরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ভুক্তভোগী মৃণাল জানান, প্রতারক ওমর মবিনের দুই পিএস আমার কাছে আসে এবং কাস্টমস হাউজের জব্দকৃ করা সোনা বার নিলামের মাধ্যমে স্বল্প মূল্যে দেওয়ার কথা বলে। এরপর গত ৬ জানুয়ারি মবিন আমার কাছ থেকে ২৪ লাখ টাকা নেয়। সে আমাকে কাস্টমসের বেশ কিছু কাগজও দিয়েছিল। পরে সিআইডি তাদের গ্রেফতার করায় সেখানে গিয়ে আমি প্রতারকদের শনাক্ত করি।