রাজশাহী , রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
পবিত্র আশুরা ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাবি রোববার ক্লাস-পরীক্ষা বর্জনসহ ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা বঙ্গবন্ধুর বাল্যকালের স্কুলে প্রধানমন্ত্রী আ.লীগ নেতা বাবুল হত্যা : অভিযুক্ত পৌর মেয়র আক্কাছ গ্রেপ্তার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করতে হয়েছে শেখ হাসিনাকে ‌‌‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন কোটা আন্দোলন : বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস বর্জনসহ তিন দিনের কর্মসূচি ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা রাবিতে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল ৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক

আন্দোলনে যোগ দিতে শিক্ষার্থীদের বাধা দিচ্ছে ছাত্রলীগ

  • জনপদ ডেস্ক
  • আপডেটের সময় : ০২:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ৫ টাইম ভিউ
Adds Banner_2024

সরকারি চাকরিতে কোটা প্রথা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিবাদ এবং ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজেই তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

ঢাবির বিভিন্ন হল থেকে যারা আন্দোলনে যোগ দিতে চাচ্ছেন তাদের বাধা দিচ্ছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার পর থেকে বিভিন্ন হল থেকে এ খবর পাওয়া গেছে। হলের শিক্ষার্থীরা বলছেন, আমরা আন্দোলনে যেতে পারছি না। আমাদের কোটা আন্দোলনে যেতে বাধা দিচ্ছে ছাত্রলীগ।

Trulli

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের মূল ফটকে তালা দিয়ে রেখেছে ছাত্রলীগ। এতে আন্দোলনে যোগ দিতে চাওয়া শতাধিক শিক্ষার্থী হলের ভেতর আটকে পড়েন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে তালা খুলে দেওয়া হয়।

এছাড়া কবি জসীম উদ্দীন হল, বিজয় একাত্তর হলে ফটকে ছাত্রলীগের পদপ্রত্যাশীরা অবস্থান নিয়েছেন। তারা শিক্ষার্থীদের আন্দোলনে যেতে ছাত্রলীগ বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

একই সময়ে শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে প্রোগ্রামে নিয়ে যেতে দেখা গেছে। ছাত্রলীগের বিভিন্ন হলের গ্রুপে শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে আসার নির্দেশ দেওয়ার ছবি এই প্রতিবেদকের হাতে এসেছে।

শিক্ষার্থীরা জানান, হল গেটে তালা দেওয়ার নেতৃত্বে ছিলেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসাইন, হল ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদ জামান ওভি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ খান শৈশব, হল ছাত্রলীগের সাহিত্য সম্পাদক আরিফুর রহমান যুবরাজসহ আরও অনেকে।

নাম না প্রকাশের শর্তে এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে যেতে চাচ্ছি। কারও ক্ষতি করতে তো যাচ্ছি না। তবুও ছাত্রলীগ আমাদেরকে নানাভাবে বাধা দিচ্ছে।

এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বাংলানিউজকে বলেন, আমাদের কোনো নেতাকর্মী শিক্ষার্থীদের বাধা দেয়নি। এটি একটি আইনি প্রক্রিয়া। আইনগতভাবে এর সমাধান হবে। এখানে কাউকে বাধা দেওয়ার তো প্রশ্ন আসে না। এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়াকে একাধিকবার কল করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Adds Banner_2024

আন্দোলনে যোগ দিতে শিক্ষার্থীদের বাধা দিচ্ছে ছাত্রলীগ

আপডেটের সময় : ০২:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা প্রথা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিবাদ এবং ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজেই তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

ঢাবির বিভিন্ন হল থেকে যারা আন্দোলনে যোগ দিতে চাচ্ছেন তাদের বাধা দিচ্ছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার পর থেকে বিভিন্ন হল থেকে এ খবর পাওয়া গেছে। হলের শিক্ষার্থীরা বলছেন, আমরা আন্দোলনে যেতে পারছি না। আমাদের কোটা আন্দোলনে যেতে বাধা দিচ্ছে ছাত্রলীগ।

Trulli

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের মূল ফটকে তালা দিয়ে রেখেছে ছাত্রলীগ। এতে আন্দোলনে যোগ দিতে চাওয়া শতাধিক শিক্ষার্থী হলের ভেতর আটকে পড়েন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে তালা খুলে দেওয়া হয়।

এছাড়া কবি জসীম উদ্দীন হল, বিজয় একাত্তর হলে ফটকে ছাত্রলীগের পদপ্রত্যাশীরা অবস্থান নিয়েছেন। তারা শিক্ষার্থীদের আন্দোলনে যেতে ছাত্রলীগ বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

একই সময়ে শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে প্রোগ্রামে নিয়ে যেতে দেখা গেছে। ছাত্রলীগের বিভিন্ন হলের গ্রুপে শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে আসার নির্দেশ দেওয়ার ছবি এই প্রতিবেদকের হাতে এসেছে।

শিক্ষার্থীরা জানান, হল গেটে তালা দেওয়ার নেতৃত্বে ছিলেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসাইন, হল ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদ জামান ওভি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ খান শৈশব, হল ছাত্রলীগের সাহিত্য সম্পাদক আরিফুর রহমান যুবরাজসহ আরও অনেকে।

নাম না প্রকাশের শর্তে এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে যেতে চাচ্ছি। কারও ক্ষতি করতে তো যাচ্ছি না। তবুও ছাত্রলীগ আমাদেরকে নানাভাবে বাধা দিচ্ছে।

এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বাংলানিউজকে বলেন, আমাদের কোনো নেতাকর্মী শিক্ষার্থীদের বাধা দেয়নি। এটি একটি আইনি প্রক্রিয়া। আইনগতভাবে এর সমাধান হবে। এখানে কাউকে বাধা দেওয়ার তো প্রশ্ন আসে না। এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়াকে একাধিকবার কল করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।