রাজশাহী , শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করতে হয়েছে শেখ হাসিনাকে ‌‌‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন কোটা আন্দোলন : বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস বর্জনসহ তিন দিনের কর্মসূচি ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা রাবিতে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল ৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার

‘মুক্তিযোদ্ধারা বৈষম্য চাননি, ৩০ শতাংশ কোটা যৌক্তিক নয়’

  • জনপদ ডেস্ক
  • আপডেটের সময় : ০৬:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ২৪ টাইম ভিউ
Adds Banner_2024

হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে অবস্থান নিয়েছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। তাদের এ আন্দোলনে যোগ দিয়েছেন একজন মুক্তিযোদ্ধার নাতিও।

বুধবার (৩ জুলাই) বিকেল পৌনে ৫টায় শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে তিনি একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন।

Trulli

কোটা বহাল রাখার বিরুদ্ধে কথা বলেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ফারাবি রহমান শ্রাবণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তিনি বলেন, আমি বীর মুক্তিযোদ্ধার নাতি। আমি মনে করি, সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা ঠিক নয়। ৩০ শতাংশ কোটা কখনো যৌক্তিক হতে পারে না। মুক্তিযোদ্ধারা বৈষম্য চাননি। ৫৬ শতাংশ কোটা আর মাত্র ৪৪ শতাংশ সাধারণভাবে থাকলে সাধারণ শিক্ষার্থীরা কী করবে?

তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বলতে চাই, আমাদের পূর্ব পুরুষ এ কারণে যুদ্ধ করেননি। তারা চেয়েছিলেন সবার জন্য সমান সুযোগ ও সমতা। আমি মুক্তিযোদ্ধাদের আহ্বান জানাব, আপনারা ন্যায্য দাবির পাশে দাঁড়ান। নিজের বিবেককে প্রশ্ন করুন।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র সারজিস আলম বলেন, ২০১৮ সালে যে পরিপত্র জারি করা হয়েছিল, হাইকোর্ট সেটি বাতিল করেছে। আমরা বিশ্বাস করি এ রায় একটি প্রহসন। সংবিধানে কোটা দেওয়ার কথা বলা নেই। সংবিধানের ২৮ (৪) এবং ২৯ (৩) ধারায় বলা হয়েছে, রাষ্ট্র মনে করলে অনগ্রসর জাতিকে কোটা দিতে পারে। তবে বাধ্য নয়। সংবিধানে সুযোগের সমতার কথা বলা হয়েছে। অন্যায় কোটা দিয়ে কাউকে সুযোগ দিলে আরেকজন বঞ্চিত হবে।

কোটা বাতিলের দাবি মুক্তিযুদ্ধের বিপক্ষে নয় জানিয়ে তিনি আরও বলেন, আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে নই। মুক্তিযোদ্ধারা বৈষম্যমূলক সমাজ চেয়েছেন? একাত্তরের চেতনা কি বৈষম্যমূলক? তখন সমস্বরে সবাই বলে উঠেন ‘না’।

সারজিস আলম আরও বলেন, চাকরির আবেদনে কোটাধারীদের ৩২ বছর সুবিধা দেওয়া হয়েছে। এটা নিয়ে শিক্ষার্থীরা কিছু বলেনি। মুক্তিযোদ্ধাদের ভাতা আরও বাড়ান, যানবাহন-হাসপাতাল বাড়ান। কিন্তু কোটা স্বাধীনতার চেতনার সঙ্গে যায় না, এটা অন্যায়। এটা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় ও জুলুম।

এর আগে, বেলা আড়াইটায় সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর-টিএসসি-হাইকোর্ট-মৎস্যভবন হয়ে বেলা পৌনে ৪টায় শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন তারা।

Adds Banner_2024
Adds Banner_2024

রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী

Adds Banner_2024

‘মুক্তিযোদ্ধারা বৈষম্য চাননি, ৩০ শতাংশ কোটা যৌক্তিক নয়’

আপডেটের সময় : ০৬:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে অবস্থান নিয়েছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। তাদের এ আন্দোলনে যোগ দিয়েছেন একজন মুক্তিযোদ্ধার নাতিও।

বুধবার (৩ জুলাই) বিকেল পৌনে ৫টায় শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে তিনি একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন।

Trulli

কোটা বহাল রাখার বিরুদ্ধে কথা বলেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ফারাবি রহমান শ্রাবণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তিনি বলেন, আমি বীর মুক্তিযোদ্ধার নাতি। আমি মনে করি, সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা ঠিক নয়। ৩০ শতাংশ কোটা কখনো যৌক্তিক হতে পারে না। মুক্তিযোদ্ধারা বৈষম্য চাননি। ৫৬ শতাংশ কোটা আর মাত্র ৪৪ শতাংশ সাধারণভাবে থাকলে সাধারণ শিক্ষার্থীরা কী করবে?

তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বলতে চাই, আমাদের পূর্ব পুরুষ এ কারণে যুদ্ধ করেননি। তারা চেয়েছিলেন সবার জন্য সমান সুযোগ ও সমতা। আমি মুক্তিযোদ্ধাদের আহ্বান জানাব, আপনারা ন্যায্য দাবির পাশে দাঁড়ান। নিজের বিবেককে প্রশ্ন করুন।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র সারজিস আলম বলেন, ২০১৮ সালে যে পরিপত্র জারি করা হয়েছিল, হাইকোর্ট সেটি বাতিল করেছে। আমরা বিশ্বাস করি এ রায় একটি প্রহসন। সংবিধানে কোটা দেওয়ার কথা বলা নেই। সংবিধানের ২৮ (৪) এবং ২৯ (৩) ধারায় বলা হয়েছে, রাষ্ট্র মনে করলে অনগ্রসর জাতিকে কোটা দিতে পারে। তবে বাধ্য নয়। সংবিধানে সুযোগের সমতার কথা বলা হয়েছে। অন্যায় কোটা দিয়ে কাউকে সুযোগ দিলে আরেকজন বঞ্চিত হবে।

কোটা বাতিলের দাবি মুক্তিযুদ্ধের বিপক্ষে নয় জানিয়ে তিনি আরও বলেন, আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে নই। মুক্তিযোদ্ধারা বৈষম্যমূলক সমাজ চেয়েছেন? একাত্তরের চেতনা কি বৈষম্যমূলক? তখন সমস্বরে সবাই বলে উঠেন ‘না’।

সারজিস আলম আরও বলেন, চাকরির আবেদনে কোটাধারীদের ৩২ বছর সুবিধা দেওয়া হয়েছে। এটা নিয়ে শিক্ষার্থীরা কিছু বলেনি। মুক্তিযোদ্ধাদের ভাতা আরও বাড়ান, যানবাহন-হাসপাতাল বাড়ান। কিন্তু কোটা স্বাধীনতার চেতনার সঙ্গে যায় না, এটা অন্যায়। এটা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় ও জুলুম।

এর আগে, বেলা আড়াইটায় সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর-টিএসসি-হাইকোর্ট-মৎস্যভবন হয়ে বেলা পৌনে ৪টায় শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন তারা।