রাজশাহী , শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করতে হয়েছে শেখ হাসিনাকে ‌‌‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন কোটা আন্দোলন : বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস বর্জনসহ তিন দিনের কর্মসূচি ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা রাবিতে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল ৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার ২০২৬ সালের এসএসসি পর্যন্ত থাকতে পারে গ্রেডিং

কেরুর ১৩ হাজার লিটার মদ গায়েব

  • জনপদ ডেস্ক
  • আপডেটের সময় : ১০:১৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ৮২ টাইম ভিউ
Adds Banner_2024

চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানির ডিস্ট্রিলারি বিভাগ থেকে ১৩ হাজার ১৯০ লিটার ডিএস স্পিরিট (মদ) গায়েব হয়েছে বলে অভিযোগ উঠেছে। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। কেরু চিনিকলের সদ্য দায়িত্বপ্রাপ্ত ডিস্ট্রিলারি বিভাগের ভান্ডার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন কেরুর ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়েছে, দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় ডিএস স্পিরিটের ৩ নম্বর ভ্যাট গোডাউনের সরেজমিন গভীরতা পাওয়া যায় ১০৯ ইঞ্চি। যার বাস্তবিক মজুত ৩৫ হাজার ৫১২ দশমিক ২৩ লিটার। কিন্তু হস্তান্তর তালিকায় মজুত রয়েছে ৩৯ হাজার ৭১১ দশমিক ৫৫ লিটার। এ ছাড়া ৭ নম্বর ভ্যাট গোডাউনে সরেজমিন গভীরতা পাওয়া যায় ৫৩ ইঞ্চি। যার বাস্তবিক মজুত ৪ হাজার ৮০৪ দশমিক ৩০ লিটার। কিন্তু হস্তান্তর তালিকায় মজুত রয়েছে ১৩ হাজার ৭৯৫ দশমিক ৭৩ লিটার। অন্যদিকে ১০ নম্বর ভ্যাটে ৪ ইঞ্চি মালামাল কম আছে।

Trulli

অভিযোগ মোতাবেক ভ্যাট নম্বর ৩, ভ্যাট নম্বর ৭ ও ভ্যাট নম্বর ১০-এর বাস্তবিক মজুত অনুযায়ী ১৩ হাজার ১৯০ দশমিক ৭৫ লিটার মালামাল কম থাকায় জাহাঙ্গীর হোসেন দায়িত্ব গ্রহণ করেননি। বর্তমান ভান্ডার ইনচার্জ সাজেদুর রহমান বলেন, জাহাঙ্গীর হোসেন যখন চার্জ গ্রহণ করতে আসেন তখনো খাতাপত্র হালনাগাদ হয়নি। মালামালে কোনো হেরফের নেই। জুনের পর হিসাব মিলিয়ে দেওয়া হবে। কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক ইউসুপ আলী বলেন, ডিস্ট্রিলারি বিভাগের কিছু মালামাল কম রয়েছে মর্মে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। বিষয়টি দাফতরিকভাবে আমাকে জানানো হয়েছে। আমরা অভিযোগ খতিয়ে দেখছি।

Adds Banner_2024
Adds Banner_2024

শিবসেনা নেতার উপর প্রকাশ্যে তরবারি নিয়ে হামলা

Adds Banner_2024

কেরুর ১৩ হাজার লিটার মদ গায়েব

আপডেটের সময় : ১০:১৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানির ডিস্ট্রিলারি বিভাগ থেকে ১৩ হাজার ১৯০ লিটার ডিএস স্পিরিট (মদ) গায়েব হয়েছে বলে অভিযোগ উঠেছে। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। কেরু চিনিকলের সদ্য দায়িত্বপ্রাপ্ত ডিস্ট্রিলারি বিভাগের ভান্ডার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন কেরুর ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়েছে, দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় ডিএস স্পিরিটের ৩ নম্বর ভ্যাট গোডাউনের সরেজমিন গভীরতা পাওয়া যায় ১০৯ ইঞ্চি। যার বাস্তবিক মজুত ৩৫ হাজার ৫১২ দশমিক ২৩ লিটার। কিন্তু হস্তান্তর তালিকায় মজুত রয়েছে ৩৯ হাজার ৭১১ দশমিক ৫৫ লিটার। এ ছাড়া ৭ নম্বর ভ্যাট গোডাউনে সরেজমিন গভীরতা পাওয়া যায় ৫৩ ইঞ্চি। যার বাস্তবিক মজুত ৪ হাজার ৮০৪ দশমিক ৩০ লিটার। কিন্তু হস্তান্তর তালিকায় মজুত রয়েছে ১৩ হাজার ৭৯৫ দশমিক ৭৩ লিটার। অন্যদিকে ১০ নম্বর ভ্যাটে ৪ ইঞ্চি মালামাল কম আছে।

Trulli

অভিযোগ মোতাবেক ভ্যাট নম্বর ৩, ভ্যাট নম্বর ৭ ও ভ্যাট নম্বর ১০-এর বাস্তবিক মজুত অনুযায়ী ১৩ হাজার ১৯০ দশমিক ৭৫ লিটার মালামাল কম থাকায় জাহাঙ্গীর হোসেন দায়িত্ব গ্রহণ করেননি। বর্তমান ভান্ডার ইনচার্জ সাজেদুর রহমান বলেন, জাহাঙ্গীর হোসেন যখন চার্জ গ্রহণ করতে আসেন তখনো খাতাপত্র হালনাগাদ হয়নি। মালামালে কোনো হেরফের নেই। জুনের পর হিসাব মিলিয়ে দেওয়া হবে। কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক ইউসুপ আলী বলেন, ডিস্ট্রিলারি বিভাগের কিছু মালামাল কম রয়েছে মর্মে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। বিষয়টি দাফতরিকভাবে আমাকে জানানো হয়েছে। আমরা অভিযোগ খতিয়ে দেখছি।