রাজশাহী , বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

আজ ‘হাসির শক্তি’ দিবস

  • জনপদ ডেস্ক
  • আপডেটের সময় : ০৯:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ৭ টাইম ভিউ
Adds Banner_2024

বিশ্ব চলে ভালোবাসায়, এমনটাই লোকমুখে প্রচলিত। শত শত বছর ধরে মানুষ এই ধারণাকেই লালন করে আসছে। তবে এর সঙ্গে আরকটি বিষয় যা মানুষ প্রায়ই ভুলে যায় সেটি হলো হাসির ক্ষমতা। এই হাসি আমাদের এই বিশ্বকে আরও সুন্দর ও সুখী করে তোলে। হাসির এই শক্তি বা ক্ষমতার বার্তা বিশ্বজুড়ে সব মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিবছর আমেরিকায় ১৫ জুন হাসির শক্তি দিবস হিসেবে পালন করা হয়।

হাসি এমন একটি সংক্রামক যা তাৎক্ষণিকভাবে সবার মাঝে ছড়িয়ে পড়ে। একজন হাসলেই তা মুহূর্তের মধ্যে বাকিদের মাঝে আনন্দ নিয়ে আসে। একজনের সামন্য হাসি মুখ দেখে বিপরীত মানুষটার মধ্যে ভালো লাগা কাজ করে, তার আত্মবিশ্বাস ও আত্মসম্মান আরও বেড়ে যায়।

Trulli

তাই তো হাসির সুদূরপ্রসারী ক্ষমতার বিষয়টি বুঝতে পেরে মাদার তেরেসা বলে গেছেন, ‘সাধারণ একটা হাসি কী করতে পারে, তা আমরা জানিই না।’ আর বিশ্ব বিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিন তো আরও এগিয়ে। তিনি বলেছেন, ‘হাসি ছাড়া একটা দিন মানে সেই দিনটাই নষ্ট।’

এ ছাড়া হাসির স্বাস্থ্যগত উপকারিতার দিকটিও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কোনো মানুষ হাসলে তার শরীরে হ্যাপি হরমোন এন্ডোরফিন নির্গত হয়। এই হাসি মানুষের মানসিক চাপ কমায়, বাড়ায় রোগ প্রতিরোধক্ষমতা। হাসিকে বলা হয় প্রাকৃতিক ব্যথানাশক। এমনকি দীর্ঘ জীবনপ্রাপ্তিতে বড় ভূমিকা রয়েছে হাসির।

তবে বড় বড় মনিষীরা হাসির ক্ষমতা নিয়ে এত এত কথা বলে গেলেও আমরা আসলেই এর ক্ষমতা সম্পর্কে এখানো সচেতন না। সংঘাতমত এই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের দিকে তাকালেই বিষয়টি বোঝা যায়। সংঘাত বা যুদ্ধের পথ পরিহার করে একমাত্র হাসির পথে হাঁটলেই এই পৃথিবীতে আবারও শান্তির পায়রা উড়বে। মানুষে মানুষে হানাহানি বন্ধ হবে। সব দুঃখ-কষ্ট ভুলে মানুষ নিজ নিজ জীবন উপভোগ করতে পারবে।

Adds Banner_2024

আজ ‘হাসির শক্তি’ দিবস

আপডেটের সময় : ০৯:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

বিশ্ব চলে ভালোবাসায়, এমনটাই লোকমুখে প্রচলিত। শত শত বছর ধরে মানুষ এই ধারণাকেই লালন করে আসছে। তবে এর সঙ্গে আরকটি বিষয় যা মানুষ প্রায়ই ভুলে যায় সেটি হলো হাসির ক্ষমতা। এই হাসি আমাদের এই বিশ্বকে আরও সুন্দর ও সুখী করে তোলে। হাসির এই শক্তি বা ক্ষমতার বার্তা বিশ্বজুড়ে সব মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিবছর আমেরিকায় ১৫ জুন হাসির শক্তি দিবস হিসেবে পালন করা হয়।

হাসি এমন একটি সংক্রামক যা তাৎক্ষণিকভাবে সবার মাঝে ছড়িয়ে পড়ে। একজন হাসলেই তা মুহূর্তের মধ্যে বাকিদের মাঝে আনন্দ নিয়ে আসে। একজনের সামন্য হাসি মুখ দেখে বিপরীত মানুষটার মধ্যে ভালো লাগা কাজ করে, তার আত্মবিশ্বাস ও আত্মসম্মান আরও বেড়ে যায়।

Trulli

তাই তো হাসির সুদূরপ্রসারী ক্ষমতার বিষয়টি বুঝতে পেরে মাদার তেরেসা বলে গেছেন, ‘সাধারণ একটা হাসি কী করতে পারে, তা আমরা জানিই না।’ আর বিশ্ব বিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিন তো আরও এগিয়ে। তিনি বলেছেন, ‘হাসি ছাড়া একটা দিন মানে সেই দিনটাই নষ্ট।’

এ ছাড়া হাসির স্বাস্থ্যগত উপকারিতার দিকটিও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কোনো মানুষ হাসলে তার শরীরে হ্যাপি হরমোন এন্ডোরফিন নির্গত হয়। এই হাসি মানুষের মানসিক চাপ কমায়, বাড়ায় রোগ প্রতিরোধক্ষমতা। হাসিকে বলা হয় প্রাকৃতিক ব্যথানাশক। এমনকি দীর্ঘ জীবনপ্রাপ্তিতে বড় ভূমিকা রয়েছে হাসির।

তবে বড় বড় মনিষীরা হাসির ক্ষমতা নিয়ে এত এত কথা বলে গেলেও আমরা আসলেই এর ক্ষমতা সম্পর্কে এখানো সচেতন না। সংঘাতমত এই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের দিকে তাকালেই বিষয়টি বোঝা যায়। সংঘাত বা যুদ্ধের পথ পরিহার করে একমাত্র হাসির পথে হাঁটলেই এই পৃথিবীতে আবারও শান্তির পায়রা উড়বে। মানুষে মানুষে হানাহানি বন্ধ হবে। সব দুঃখ-কষ্ট ভুলে মানুষ নিজ নিজ জীবন উপভোগ করতে পারবে।