রাজশাহী , বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দরে টানা ৭ দিনের ছুটি শুরু

Adds Banner_2024

পবিত্র ঈদ-উল-আজহা-২০২৪ উদযাপন উপলক্ষে দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দরে (রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন বা ইন্টারচেঞ্জ পয়েন্ট) গত বৃহস্পতিবার (১৩জুন) থেকে আগামী বুধবার(১৯ জুন) পর্যন্ত টানা ৭ দিন ছুটি বা আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। বন্ধ শেষে আগামী ২০ জুন বৃহস্পতিবার পূণরায় যথারীতি এই বন্দরের সাথে ভারতের মালদা জেলার সিঙ্গাবাদ রেলবন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম স্বাভাবিক হবে।

রেল সূত্র জানায়, গত ১৫মে মহাপরিচালকের দপ্তর, রেল ভবন ঢাকার উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মো.মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি ভারতীয় সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হয়েছে। পত্রে বলা হয়, ঈদ উপলক্ষে বাংলাদেশে ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত ব্যাংক, কাস্টমসসহ সংশ্লিস্ট সকল প্রতিষ্ঠান ছুটি থাকবে। এ কারণে পত্রে ১৩ হতে ১৯ জুন পর্যন্ত ভারত থেকে মালবাহী ট্রেন না পাঠাতে অনুরোধ করা হয়েছে।

Trulli

রহনপুর ষ্টেশন মাস্টার শহিদুল আলম বলেন, ঈদের সময় শ্রমিক সংকট থাকে। এছাড়া এ সময় দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল নির্বিঘ্নে করতে ভারতীয় ট্রেন (মালগাড়ীর র‌্যাক) গ্রহণ কঠিন। এছাড়া দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রাখতে অতিরিক্ত ইঞ্জিনও (লোকোটিভ) প্রস্তুত রাখা হয়। দেশে ইঞ্জিন পরিচালনার জনবলের (ক্রু) সংকট রয়েছে বলেও তিনি স্বীকার করেন।

ষ্টেশন মাস্টার শহিদুল আরও বলেন, রহনপুর ষ্টেশন থেকে শুধমাত্র ঈদের দিন ব্যতীত প্রতিদিনই অভ্যন্তরীন রুটের প্রতিটি ট্রেন যথারীতি ছেড়ে যাবে ও আসবে। রহনপুর ষ্টেশন মাস্টার বলেন, বর্তমানে ভারত থেকে রহনপুর পথে পাথর, মেইজ বা ভুট্টা ও খইল (ড্রাই ওয়েল কেক যা পোল্টি ও মাছের খাবার তৈরিতে ব্যবহৃত হয়) আমদানী হচ্ছে। রহনপুর বন্দর পথে নিয়মিত ভারতের সাথে ও অনিয়মিতভাবে নেপালের সাথে আমদানী রপ্তানী কার্যক্রম চালু রয়েছে বলেও তিনি জানান।

Adds Banner_2024

ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দরে টানা ৭ দিনের ছুটি শুরু

আপডেটের সময় : ০৬:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

পবিত্র ঈদ-উল-আজহা-২০২৪ উদযাপন উপলক্ষে দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দরে (রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন বা ইন্টারচেঞ্জ পয়েন্ট) গত বৃহস্পতিবার (১৩জুন) থেকে আগামী বুধবার(১৯ জুন) পর্যন্ত টানা ৭ দিন ছুটি বা আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। বন্ধ শেষে আগামী ২০ জুন বৃহস্পতিবার পূণরায় যথারীতি এই বন্দরের সাথে ভারতের মালদা জেলার সিঙ্গাবাদ রেলবন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম স্বাভাবিক হবে।

রেল সূত্র জানায়, গত ১৫মে মহাপরিচালকের দপ্তর, রেল ভবন ঢাকার উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মো.মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি ভারতীয় সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হয়েছে। পত্রে বলা হয়, ঈদ উপলক্ষে বাংলাদেশে ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত ব্যাংক, কাস্টমসসহ সংশ্লিস্ট সকল প্রতিষ্ঠান ছুটি থাকবে। এ কারণে পত্রে ১৩ হতে ১৯ জুন পর্যন্ত ভারত থেকে মালবাহী ট্রেন না পাঠাতে অনুরোধ করা হয়েছে।

Trulli

রহনপুর ষ্টেশন মাস্টার শহিদুল আলম বলেন, ঈদের সময় শ্রমিক সংকট থাকে। এছাড়া এ সময় দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল নির্বিঘ্নে করতে ভারতীয় ট্রেন (মালগাড়ীর র‌্যাক) গ্রহণ কঠিন। এছাড়া দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রাখতে অতিরিক্ত ইঞ্জিনও (লোকোটিভ) প্রস্তুত রাখা হয়। দেশে ইঞ্জিন পরিচালনার জনবলের (ক্রু) সংকট রয়েছে বলেও তিনি স্বীকার করেন।

ষ্টেশন মাস্টার শহিদুল আরও বলেন, রহনপুর ষ্টেশন থেকে শুধমাত্র ঈদের দিন ব্যতীত প্রতিদিনই অভ্যন্তরীন রুটের প্রতিটি ট্রেন যথারীতি ছেড়ে যাবে ও আসবে। রহনপুর ষ্টেশন মাস্টার বলেন, বর্তমানে ভারত থেকে রহনপুর পথে পাথর, মেইজ বা ভুট্টা ও খইল (ড্রাই ওয়েল কেক যা পোল্টি ও মাছের খাবার তৈরিতে ব্যবহৃত হয়) আমদানী হচ্ছে। রহনপুর বন্দর পথে নিয়মিত ভারতের সাথে ও অনিয়মিতভাবে নেপালের সাথে আমদানী রপ্তানী কার্যক্রম চালু রয়েছে বলেও তিনি জানান।