রাজশাহী , শুক্রবার, ২১ জুন ২০২৪, ৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

দেয়াল বেয়ে ২৫ তলায় উঠলেন যুবক, অত:পর

  • আপডেটের সময় : ১১:৫০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ৮ টাইম ভিউ
Adds Banner_2024

রোমাঞ্চকর অনেক অভিযানে অংশ নেয় মানুষ। সম্প্রতি রশি ছাড়াই ৩০ তলা ভবনের দেয়াল বেয়ে উপরে ওঠার অভিযানে অংশ নিয়েছিলেন পোল্যান্ডের এক যুবক। ওই যুবকের নাম মার্চিন ব্যানট। এমন ঘটনার পরে জরিমানা গুনতে হচ্ছে তার।

আর্জেন্টিনার জার্সি পরে বুয়েন্স আয়ার্সের গ্লোব্যান্ট ভবনের দেয়াল বেয়ে একে এক ২৫ তলা অতিক্রম করার পর মার্চিনকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে থামাতে সক্ষম হয়েছেন।

Trulli

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মার্চিন ব্যানটের এই অভিযান দেখতে ভবনের নিচে ভিড় জমায় উৎসুক পথচারী। কোনো একজন পথচারী জরুরি নম্বরে ফোন দেয়। এরপরে জরুরি পরিষেবা সংস্থাগুলো তৎক্ষণাৎ তৎপরতা দেখায়। পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়। মার্চেন্ট ২৫ তলা থেকে উপরের দিকে না গিয়ে নিচ তলায় নেমে আসে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এমন ঘটনা ঘটানোর জন্য জরিমানাস্বরূপ তাকে এই অভিযানের খরচ বহন করতে বলা হয়েছে।

মার্চিন ব্যানটের বয়স ৩৬ বছর। এর আগেও একই ধরনের স্ট্যান্ট তিনি নিয়েছেন। মার্চিন ব্যানটের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ অনুসারী রয়েছে।

সূত্র: এনডিটিভি

Adds Banner_2024

দেয়াল বেয়ে ২৫ তলায় উঠলেন যুবক, অত:পর

আপডেটের সময় : ১১:৫০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

রোমাঞ্চকর অনেক অভিযানে অংশ নেয় মানুষ। সম্প্রতি রশি ছাড়াই ৩০ তলা ভবনের দেয়াল বেয়ে উপরে ওঠার অভিযানে অংশ নিয়েছিলেন পোল্যান্ডের এক যুবক। ওই যুবকের নাম মার্চিন ব্যানট। এমন ঘটনার পরে জরিমানা গুনতে হচ্ছে তার।

আর্জেন্টিনার জার্সি পরে বুয়েন্স আয়ার্সের গ্লোব্যান্ট ভবনের দেয়াল বেয়ে একে এক ২৫ তলা অতিক্রম করার পর মার্চিনকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে থামাতে সক্ষম হয়েছেন।

Trulli

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মার্চিন ব্যানটের এই অভিযান দেখতে ভবনের নিচে ভিড় জমায় উৎসুক পথচারী। কোনো একজন পথচারী জরুরি নম্বরে ফোন দেয়। এরপরে জরুরি পরিষেবা সংস্থাগুলো তৎক্ষণাৎ তৎপরতা দেখায়। পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়। মার্চেন্ট ২৫ তলা থেকে উপরের দিকে না গিয়ে নিচ তলায় নেমে আসে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এমন ঘটনা ঘটানোর জন্য জরিমানাস্বরূপ তাকে এই অভিযানের খরচ বহন করতে বলা হয়েছে।

মার্চিন ব্যানটের বয়স ৩৬ বছর। এর আগেও একই ধরনের স্ট্যান্ট তিনি নিয়েছেন। মার্চিন ব্যানটের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ অনুসারী রয়েছে।

সূত্র: এনডিটিভি