রাজশাহী , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
পঙ্গু হাসপাতালে আহতদের দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি: মেয়র লিটন ঢাকায় সহিংসতায় অংশ নেয় রাজশাহীর জেএমবি সদস্যরা! ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন শেখ হাসিনা এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর কোটা নিয়ে আপিল শুনানি রোববার এবার বিটিভির মূল ভবনে আগুন ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত অবশেষে আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার উত্তরা-আজমপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ রামপুরা-বাড্ডায় ব্যাপক সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত দুই শতাধিক আওয়ামী লীগের শক্ত অবস্থানে রাজশাহীতে দাঁড়াতেই পারেনি কোটা আন্দোলনকারীরা সরকার কোটা সংস্কারের পক্ষে, চাইলে আজই আলোচনা

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন উদ্বোধন

Adds Banner_2024

চাঁপাইনবাবগঞ্জ-পদ্মাসেতু-ঢাকা রুটে ৫ম মৌসুমের মত ম্যাংগো ও চতুর্থ মৌসুমের মত ক্যাটল ষ্পেশাল ট্রেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০জুন) সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশনে ট্রেনটি উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।

রেল কর্মকর্তারা জানান, প্রাথমিকভভাবে প্রতিটি ২৮ টন ধারণ ক্ষমতার ৬টি অত্যাধুনিক নতুন লাগেজভ্যান সম্বলিত দ্রæতগতির ট্রেনটি একই সাথে আম ও অনান্য রেলওয়ে পাশের্^ল হিসেবে গণ্য পণ্য এবং ১২-১৪ জুন ৩দিন আসন্ন কোরবাণী ঈদ উপলক্ষে গরু,ছাগল প্রভৃতি পরিবহন করবে। তবে চাহিদা থাকলে লাগেজভ্যান সংখ্যা ও ক্যাটল ট্রেনের সময়সীমা বৃদ্ধি করা হবে। আম পরিবহন চলবে টেনের রুটের স্টেশনগুলোতে মৌসুমের চাহিদার উপর ভিত্তি করে। গত মৌসুমগুলোতে পৃথকভাবে ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করা হলেও এবার আম মৌসুমের সাথে ঈদের সময়সূচী সামজ্ঞস্যপূর্ণ হওয়ায় একত্রে ট্রেনটি চলাচল করবে। তারা আরও বলেন, সুলভ ভাড়ায় এই ট্রেন আম ও কেরাবানী পশু পরিবহন করবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আমের বুকিং খরচ ১টাকা ৪৮ পয়সা ও রাজশাহী থেকে এই ভাড়া ১টাকা ৪৩ পয়সা। পৃথক কুলি চার্জ রেলওয়ে নির্ধারিত। এছাড়া ম্যাংগো ও ক্যাটল ষ্পেশাল ট্রেন গত মৌসুমগুলোতে বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) হয়ে ঢাকায় গেলেও এবারই প্রথম পদ্মাসেতু রুটে ঢাকা যাবে। একই সাথে দু’দিক থেকে দুটি ট্রেন চলাচল করবে। বিকাল চারটায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু কওে চাঁপাইনবাবগঞ্জ ছাড়বে সন্ধ্যা ৬টায়। রাজশাহী সদর ষ্টেশন ছাড়বে সন্ধ্যা সাড়ে ৭টায়।

Banglar Janapad Ads

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনে স্পেশাল ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। পশ্চিমাঞ্চল রেলের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মেদ হোসেন মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) তাছমিনা খাতুন ও পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগের ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহম্মদ। এসময় পশ্চিমাঞ্চল ও পাকশী বিভাগীয় রেলের উর্ধতণ কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধণী ট্রেনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ষ্টেশন থেকে ১ হাজার ২০ কেজি,সদর উপজেলার আমনুরা জংশন ষ্টেশন থেকে ৪৬কেজি ও চাঁপাইনবাবগঞ্জ সদর ষ্টেশন থেকে ৭৮৫ কেজি আম ঢাকা পর্যন্ত বুক হয়েছে বলে জানান ট্রেনের পরিচালক (গার্ড) মো. সোলাইমান।

Adds Banner_2024

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন উদ্বোধন

আপডেটের সময় : ০৯:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ-পদ্মাসেতু-ঢাকা রুটে ৫ম মৌসুমের মত ম্যাংগো ও চতুর্থ মৌসুমের মত ক্যাটল ষ্পেশাল ট্রেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০জুন) সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশনে ট্রেনটি উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।

রেল কর্মকর্তারা জানান, প্রাথমিকভভাবে প্রতিটি ২৮ টন ধারণ ক্ষমতার ৬টি অত্যাধুনিক নতুন লাগেজভ্যান সম্বলিত দ্রæতগতির ট্রেনটি একই সাথে আম ও অনান্য রেলওয়ে পাশের্^ল হিসেবে গণ্য পণ্য এবং ১২-১৪ জুন ৩দিন আসন্ন কোরবাণী ঈদ উপলক্ষে গরু,ছাগল প্রভৃতি পরিবহন করবে। তবে চাহিদা থাকলে লাগেজভ্যান সংখ্যা ও ক্যাটল ট্রেনের সময়সীমা বৃদ্ধি করা হবে। আম পরিবহন চলবে টেনের রুটের স্টেশনগুলোতে মৌসুমের চাহিদার উপর ভিত্তি করে। গত মৌসুমগুলোতে পৃথকভাবে ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করা হলেও এবার আম মৌসুমের সাথে ঈদের সময়সূচী সামজ্ঞস্যপূর্ণ হওয়ায় একত্রে ট্রেনটি চলাচল করবে। তারা আরও বলেন, সুলভ ভাড়ায় এই ট্রেন আম ও কেরাবানী পশু পরিবহন করবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আমের বুকিং খরচ ১টাকা ৪৮ পয়সা ও রাজশাহী থেকে এই ভাড়া ১টাকা ৪৩ পয়সা। পৃথক কুলি চার্জ রেলওয়ে নির্ধারিত। এছাড়া ম্যাংগো ও ক্যাটল ষ্পেশাল ট্রেন গত মৌসুমগুলোতে বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) হয়ে ঢাকায় গেলেও এবারই প্রথম পদ্মাসেতু রুটে ঢাকা যাবে। একই সাথে দু’দিক থেকে দুটি ট্রেন চলাচল করবে। বিকাল চারটায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু কওে চাঁপাইনবাবগঞ্জ ছাড়বে সন্ধ্যা ৬টায়। রাজশাহী সদর ষ্টেশন ছাড়বে সন্ধ্যা সাড়ে ৭টায়।

Banglar Janapad Ads

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনে স্পেশাল ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। পশ্চিমাঞ্চল রেলের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মেদ হোসেন মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) তাছমিনা খাতুন ও পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগের ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহম্মদ। এসময় পশ্চিমাঞ্চল ও পাকশী বিভাগীয় রেলের উর্ধতণ কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধণী ট্রেনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ষ্টেশন থেকে ১ হাজার ২০ কেজি,সদর উপজেলার আমনুরা জংশন ষ্টেশন থেকে ৪৬কেজি ও চাঁপাইনবাবগঞ্জ সদর ষ্টেশন থেকে ৭৮৫ কেজি আম ঢাকা পর্যন্ত বুক হয়েছে বলে জানান ট্রেনের পরিচালক (গার্ড) মো. সোলাইমান।