রাজশাহী , সোমবার, ২৪ জুন ২০২৪, ৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
দুদকে হা‌জির হন‌নি বেনজীর, আইন অনুযায়ী ব্যবস্থা রাজশাহীতে দেখা মিলল সাত রাসেলস ভাইপারের, পিটিয়ে মারলো এলাকাবাসী নগর যুবলীগের পদ থেকে সরে দাঁড়ালেন শফিকুজ্জামান শফিক আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে : প্রধানমন্ত্রী বন্যায় স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন পরীক্ষা আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ দীর্ঘদিনের প্রচেষ্টায় বাস্তবায়ন হচ্ছে রাসিক মেয়র লিটনের নির্বাচনী প্রতিশ্রুতি রাজশাহী-কলকাতা ট্রেন চালুর ঘোষণা আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল দিল্লির রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা রাজশাহী মহানগর যুবলীগের নেতৃত্বে মনি,রনি ও জেলায় সজল,সৈকত নির্বাচিত  প্রধানমন্ত্রীর কণ্ঠ শুনেই ছুটে এলো খরগোশের দল ঈদের দিন বন্ধ থাকবে সব আন্তঃনগর ট্রেন রাসিক মেয়র ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে উলামা কল্যাণ পরিষদ রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় রাজশাহীতে র‌্যাবের জালে ২৪ জুয়াড়ি লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান পবিত্র হজ আজ এমপি আনার হত্যা: আ.লীগ নেতা গ্যাস বাবুর দোষ স্বীকার

রাবিতে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী আহত, আটক ২

  • আপডেটের সময় : ১১:২৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • ২ টাইম ভিউ
Adds Banner_2024

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন৷ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ দুর্ঘটনা ঘটে৷ এসময় ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা বহিরাগত দুই বাইক আরোহীকে আটক করে প্রক্টরের নিকট হস্তান্তর করেন। পরে প্রক্টর তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

আহত শিক্ষার্থীর নাম জান্নাতুল জান্নাত। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন‌। বহিরাগত দুই ব্যক্তি হলেন, নওগাঁ সদর থানার উলিপুর গ্রামের বিলাল হোসেনের ছেলে পলাশ মৃধা এবং একই গ্রামের মাসুদ রানার ছেলে রিপন হোসেন।

Trulli

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বহিরাগত দুই ব্যক্তি বেপরোয়া গতিতে মোটরবাইক চালাচ্ছিল। এ সময় আহত জান্নাতুল জান্নাত ব্যাচের র‍্যাগ ডে উপলক্ষে রাস্তায় সকলের সাথে ছবি তুলছিলেন। এক পর্যায়ে বহিরাগতদের বেপরোয়া গতির বাইকের সাথে তার ধাক্কা লাগে এবং তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে শিক্ষার্থী জান্নাতুল জান্নাত গুরুতর হন। তার হাত ভেঙে যায় এবং শরীরের অন্যান্য জায়গায় আঘাত লাগে। পরে উপস্থিত শিক্ষার্থীরা আহত শিক্ষার্থীকে রাবি চিকিৎসা কেন্দ্রে পাঠান। ওখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে আহত জান্নাতুল জান্নাত বর্তমানে রাজশাহী মেডিকাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এদিকে আহত শিক্ষার্থীকে চিকিৎসা কেন্দ্রে পাঠানোর পর বিভাগের কিছু শিক্ষার্থী ওই দুই মোটরবাইক আরোহীকে মারধর করে এবং তাদের বাইক, মানিব্যাগ, জিনিসপত্র নিয়ে নেয়। তারপর তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর হস্তান্তর করা হয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, যেহেতু যারা এই এক্সিডেন্ট করেছে ওরা বহিরাগত শিক্ষার্থী। তাই আমরা ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি না। আমরা পুলিশের নিকট হস্তান্তর করেছি। এখন তারা যা ব্যবস্থা নেবে। আর আহত শিক্ষার্থীর চিকিৎসার সব খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে।

তাদের জিনিসপত্র হারানোর বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, এই বিষয়ে আমরা কিছু জানি না। তাদের যা কিছু হারানো মালামাল রয়েছে সেসব পুলিশ তদন্ত করে বের করবে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক পারভেজ বলেন, এ ঘটনায় বাদী পক্ষের কেউ এখনো লিখিত অভিযোগ দেয় নি। অভিযুক্তরা থানাতেই আছে, তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের বাইকের বিষয়ে কোনো সন্ধান এখনও পাইনি। তবে আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

Adds Banner_2024
জনপ্রিয় পোস্ট

রাবিতে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী আহত, আটক ২

আপডেটের সময় : ১১:২৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন৷ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ দুর্ঘটনা ঘটে৷ এসময় ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা বহিরাগত দুই বাইক আরোহীকে আটক করে প্রক্টরের নিকট হস্তান্তর করেন। পরে প্রক্টর তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

আহত শিক্ষার্থীর নাম জান্নাতুল জান্নাত। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন‌। বহিরাগত দুই ব্যক্তি হলেন, নওগাঁ সদর থানার উলিপুর গ্রামের বিলাল হোসেনের ছেলে পলাশ মৃধা এবং একই গ্রামের মাসুদ রানার ছেলে রিপন হোসেন।

Trulli

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বহিরাগত দুই ব্যক্তি বেপরোয়া গতিতে মোটরবাইক চালাচ্ছিল। এ সময় আহত জান্নাতুল জান্নাত ব্যাচের র‍্যাগ ডে উপলক্ষে রাস্তায় সকলের সাথে ছবি তুলছিলেন। এক পর্যায়ে বহিরাগতদের বেপরোয়া গতির বাইকের সাথে তার ধাক্কা লাগে এবং তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে শিক্ষার্থী জান্নাতুল জান্নাত গুরুতর হন। তার হাত ভেঙে যায় এবং শরীরের অন্যান্য জায়গায় আঘাত লাগে। পরে উপস্থিত শিক্ষার্থীরা আহত শিক্ষার্থীকে রাবি চিকিৎসা কেন্দ্রে পাঠান। ওখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে আহত জান্নাতুল জান্নাত বর্তমানে রাজশাহী মেডিকাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এদিকে আহত শিক্ষার্থীকে চিকিৎসা কেন্দ্রে পাঠানোর পর বিভাগের কিছু শিক্ষার্থী ওই দুই মোটরবাইক আরোহীকে মারধর করে এবং তাদের বাইক, মানিব্যাগ, জিনিসপত্র নিয়ে নেয়। তারপর তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর হস্তান্তর করা হয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, যেহেতু যারা এই এক্সিডেন্ট করেছে ওরা বহিরাগত শিক্ষার্থী। তাই আমরা ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি না। আমরা পুলিশের নিকট হস্তান্তর করেছি। এখন তারা যা ব্যবস্থা নেবে। আর আহত শিক্ষার্থীর চিকিৎসার সব খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে।

তাদের জিনিসপত্র হারানোর বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, এই বিষয়ে আমরা কিছু জানি না। তাদের যা কিছু হারানো মালামাল রয়েছে সেসব পুলিশ তদন্ত করে বের করবে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক পারভেজ বলেন, এ ঘটনায় বাদী পক্ষের কেউ এখনো লিখিত অভিযোগ দেয় নি। অভিযুক্তরা থানাতেই আছে, তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের বাইকের বিষয়ে কোনো সন্ধান এখনও পাইনি। তবে আইনি প্রক্রিয়াধীন রয়েছে।