রাজশাহী , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আগামীকাল চালু হতে পারে মোবাইল ইন্টারনেট দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী পঙ্গু হাসপাতালে আহতদের দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি: মেয়র লিটন ঢাকায় সহিংসতায় অংশ নেয় রাজশাহীর জেএমবি সদস্যরা! ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন শেখ হাসিনা এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর কোটা নিয়ে আপিল শুনানি রোববার এবার বিটিভির মূল ভবনে আগুন ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত অবশেষে আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার উত্তরা-আজমপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ রামপুরা-বাড্ডায় ব্যাপক সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত দুই শতাধিক

রাজশাহীতে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন

  • আপডেটের সময় : ০৮:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
  • ২ টাইম ভিউ
Adds Banner_2024

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পেনশন কর্মসূচির প্রতি জনগণকে আগ্রহী করে তুলতে প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে এক দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করা হয়েছে। সেই লক্ষ্যে শুক্রবার (১৯ এপ্রিল) সকালে নগরীর হাজি মুহাম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

এরপর, রাজশাহী কারা প্রশিক্ষণ অডিটরিয়ামে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

Banglar Janapad Ads

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারে সবার জন্য পেনশন চালু করার অঙ্গীকার ছিল। সেই লক্ষ্যে পেনশন কর্মসূচির প্রতি জনগণকে আগ্রহী করে তুলতে প্রথমবারের মতো রাজশাহী বিভাগে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করা হয়েছে। এক্ষেত্রে ওয়েবসাইটের সর্বশেষ তথ্য মতে পেনশন স্কিম নিবন্ধন কর্মসূচিতে দেশের অন্যান্য জেলার তুলনায় রাজশাহী জেলা এগিয়ে আছে। সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কর্মসূচিকে আরো বেগবান করতে ধারাবাহিকভাবে দেশের প্রতিটি বিভাগে এই মেলার উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া আরও বলেন, সার্বজনীন পেনশন ব্যবস্থায় রয়েছে চারটি আলাদা স্কিম। সেগুলো হচ্ছে– প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাস; বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য প্রগতি; রিকশাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে ও তাঁতি ইত্যাদি স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা এবং নিম্ন আয়ের মানুষের জন্য সমতা স্কিম নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, যাদের জীবন বিমা আছে তারাও এই সর্বজনীন পেনশন স্কিমে সদস্য হতে পারবেন। রাষ্ট্র নিজেই এই সর্বজনীন পেনশন স্কিমের কর্তৃপক্ষ সেহেতু সরকার পরিবর্তন হলেও প্রতিশ্রুতি মতে গ্রাহকের সমুদয় সুবিধা ও অর্থ প্রদান করবে। মেয়াদ পূর্তির আগেই কেহ মারা গেলে তার নমিনি পুরো টাকা ফেরৎ পাবেন। লাভসহ প্রদেয় টাকা লোকসানের কোন আশংকা নেই। গুজব এবং গীবদে কান দিয়ে অনেকে সন্দিহান হচ্ছেন। সময় সাপেক্ষে সর্বজনীন পেনশনই বৃদ্ধ বয়সে একমাত্র অবলম্বন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, মাইক্রোক্রেডি রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ফসিউল্লাহ, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের মহাপরিচালক মো. আহসান কিবরিয়া সিদ্দিকী।

কর্মশালায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন, রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম রাজা, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তারভীর গাজী, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুন হাসান সোহাগ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার, বগুড়া পুলিশ সুপার, শাপলা এনজিও মো. মহসীনসহ টিএমএসএস প্রতিনিধি প্রমুখ।

Adds Banner_2024

রাজশাহীতে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন

আপডেটের সময় : ০৮:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পেনশন কর্মসূচির প্রতি জনগণকে আগ্রহী করে তুলতে প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে এক দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করা হয়েছে। সেই লক্ষ্যে শুক্রবার (১৯ এপ্রিল) সকালে নগরীর হাজি মুহাম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

এরপর, রাজশাহী কারা প্রশিক্ষণ অডিটরিয়ামে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

Banglar Janapad Ads

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারে সবার জন্য পেনশন চালু করার অঙ্গীকার ছিল। সেই লক্ষ্যে পেনশন কর্মসূচির প্রতি জনগণকে আগ্রহী করে তুলতে প্রথমবারের মতো রাজশাহী বিভাগে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করা হয়েছে। এক্ষেত্রে ওয়েবসাইটের সর্বশেষ তথ্য মতে পেনশন স্কিম নিবন্ধন কর্মসূচিতে দেশের অন্যান্য জেলার তুলনায় রাজশাহী জেলা এগিয়ে আছে। সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কর্মসূচিকে আরো বেগবান করতে ধারাবাহিকভাবে দেশের প্রতিটি বিভাগে এই মেলার উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া আরও বলেন, সার্বজনীন পেনশন ব্যবস্থায় রয়েছে চারটি আলাদা স্কিম। সেগুলো হচ্ছে– প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাস; বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য প্রগতি; রিকশাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে ও তাঁতি ইত্যাদি স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা এবং নিম্ন আয়ের মানুষের জন্য সমতা স্কিম নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, যাদের জীবন বিমা আছে তারাও এই সর্বজনীন পেনশন স্কিমে সদস্য হতে পারবেন। রাষ্ট্র নিজেই এই সর্বজনীন পেনশন স্কিমের কর্তৃপক্ষ সেহেতু সরকার পরিবর্তন হলেও প্রতিশ্রুতি মতে গ্রাহকের সমুদয় সুবিধা ও অর্থ প্রদান করবে। মেয়াদ পূর্তির আগেই কেহ মারা গেলে তার নমিনি পুরো টাকা ফেরৎ পাবেন। লাভসহ প্রদেয় টাকা লোকসানের কোন আশংকা নেই। গুজব এবং গীবদে কান দিয়ে অনেকে সন্দিহান হচ্ছেন। সময় সাপেক্ষে সর্বজনীন পেনশনই বৃদ্ধ বয়সে একমাত্র অবলম্বন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, মাইক্রোক্রেডি রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ফসিউল্লাহ, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের মহাপরিচালক মো. আহসান কিবরিয়া সিদ্দিকী।

কর্মশালায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন, রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম রাজা, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তারভীর গাজী, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুন হাসান সোহাগ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার, বগুড়া পুলিশ সুপার, শাপলা এনজিও মো. মহসীনসহ টিএমএসএস প্রতিনিধি প্রমুখ।